বিজ্ঞাপনী ছবির মতো আজকালকার ‘ছোট পরিবার-সুখী পরিবার’ অসম্পূর্ণই থেকে যাবে যদি না তাতে একটা পোষ্য থাকে। শুধু কি তাই, পোষ্যদের সঙ্গে খেলাধুলো করলে কচিকাঁচারা নাকি আরও বেশি কেয়ারিং অ্যান্ড সেনসিটিভ হয়। শিশুবিশেষজ্ঞরাও এমনটা বলেন। আজকাল পোষ্য হিসেবে অনেকের বাড়িতেই বিভিন্ন প্রজাতির কুকুরের দেখা মেলে। এমন কতগুলো কিউট কুকুর সম্পর্কে জানতে চোখ রাখুন গ্যালারি পাতায়।
আরও পড়ুন
অদ্ভুত চিড়িয়াখানা! এখানে মানুষ খাঁচায়, পশুরা মুক্ত!