Rocky Aur Rani Ki Prem Kahaani Star Cast Fees

কেউ এক কোটি তো কেউ ২৫ কোটি! কর্ণের ছবিতে অভিনয় করে কত আয় করলেন ‘রকি’, ‘রানি’রা?

২৫ বছর পূর্তি উপলক্ষে তারকাখচিত ছবি মুক্তি পাচ্ছে ঠিকই, কিন্তু পারিশ্রমিক হিসাবে আলিয়া, রণবীরদের কত টাকা দিয়েছেন তা জানেন কি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৬:২২
Share:
০১ ১৫

বলিপাড়ায় ২৫ বছর পূর্ণ করতে চলেছেন পরিচালক কর্ণ জোহর। সেই উপলক্ষে চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রকি অওর রানি কি প্রেম কহানি’।

০২ ১৫

রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজ়মির মতো বলি তারকারা অভিনয় করেছেন ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে।

Advertisement
০৩ ১৫

বলি তারকাদের পাশাপাশি ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন বাঙালি তারকারাও। চূর্ণী গঙ্গোপাধ্যায় এবংন টোটা রায়চৌধুরীর মতো বাঙালি তারকাদের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

০৪ ১৫

২৫ বছর পূর্তি উপলক্ষে তারকাখচিত ছবি মুক্তি পাচ্ছে ঠিকই, কিন্তু পারিশ্রমিক হিসাবে আলিয়া, রণবীরদের কত টাকা দিয়েছেন তা জানেন কি?

০৫ ১৫

‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে রকির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ।

০৬ ১৫

বলিপাড়া সূত্রে খবর, মুখ্য চরিত্রে অভিনয় করে ২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর।

০৭ ১৫

‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে রানির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্টকে।

০৮ ১৫

বলিপাড়া সূত্রে খবর, কর্ণের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে ১০ কোটি টাকা আয় করেছেন আলিয়া।

০৯ ১৫

২০১৪ সালে ‘ডবল দি ট্রাবল’ নামের একটি পঞ্জাবি ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। অভিনয়জগৎ থেকে বহু বছরের বিরতির পর কর্ণের ছবির মাধ্যমে আবার বলিপাড়ায় ফিরে এসেছেন বর্ষীয়ান অভিনেতা।

১০ ১৫

‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, এই ছবিতে অভিনয় করে দেড় কোটি টাকা উপার্জন করেছেন অভিনেতা।

১১ ১৫

কর্ণের পরিচালনায় ‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন।

১২ ১৫

’ ছবির প্রথম ঝল‘রকি অওর রানি কি প্রেম কহানিক প্রকাশ্যে আসায় জয়ার ‘লুক’ দেখে দর্শক মুগ্ধ। বহু বছর পর বড় পর্দায় ফিরেছেন জয়া।

১৩ ১৫

বলিপাড়া সূত্রে খবর, কর্ণের ছবিতে অভিনয় করে আনুমানিক এক কোটি টাকা আয় করেছেন জয়া।

১৪ ১৫

‘রকি অওর রানি কি প্রেম কহানি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন শাবানা আজ়মি।

১৫ ১৫

বলিপাড়া সূত্রে খবর, কর্ণের ছবিতে অভিনয় করে আনুমানিক এক কোটি টাকা আয় করেছেন শাবানা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement