Disha Salian

খুন হন সুশান্তের ম্যানেজার? যৌনাঙ্গে ছিল আঘাতের চিহ্ন? সাংসদের দাবিতে নড়ে যায় বলিউড

সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু নিয়ে সিবিআই জানায়, দুর্ঘটনার কারণেই মারা গিয়েছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৬:৩৯
Share:
০১ ১৭

২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যু চাঞ্চল্যকর মোড় নিয়েছিল তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুকে ঘিরে। মাত্র ছ’দিনের ব্যবধানে মারা গিয়েছিলেন দু’জন। এর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না তা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। সম্প্রতি সিবিআই এই রহস্যে দাঁড়ি টানে। সিবিআই-এর তরফের দাবি, কোনও রহস্য নয়, দুর্ঘটনার কারণেই মারা গিয়েছিলেন দিশা।

০২ ১৭

২০২০ সালের ১৪ জুন। বলিউড সিনেমা জগতের ‘ব্ল্যাক ডে’ হিসাবে মানা হয় ওই দিনটিকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হয়েছিল সে দিন। তাঁর মৃত্যুর ছ’দিন আগে মারা গিয়েছিলেন অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান।

Advertisement
০৩ ১৭

ময়নাতদন্তের রিপোর্টে নাকি দিশার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, এমনটা দাবি করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ নারায়ণ রাণে।

০৪ ১৭

নারায়ণ রাণে আরও দাবি করেছিলেন, অভিনেতা সুশান্ত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশাকে খুন করা হয়েছিল। এমনকি, খুন করার আগে নাকি দিশাকে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছিলেন রাণে। মুম্বই পুলিশ নাকি এই দুই ঘটনার যথার্থ তদন্ত করেনি বলে দাবি রাণের।

০৫ ১৭

কিন্তু সিবিআই জানিয়েছে, দুর্ঘটনার কারণেই মারা গিয়েছিলেন দিশা। মৃ্ত্যুর সময় তাঁর বয়স ছিল ২৮ বছর।

০৬ ১৭

মুম্বইয়ের দাদরের একটি ফ্ল্যাটে বাবা-মায়ের সঙ্গে থাকতেন দিশা।

০৭ ১৭

টেলি অভিনেতা রোহন রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘পিয়া আলবেলা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল রোহনকে।

০৮ ১৭

দি‌শার মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে রোহন জানান, মালাডের একটি ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন তাঁরা। দিশা নিজের পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে নিয়েছিলেন। ফলে নেশা হয়ে গিয়েছিল দিশার, জানান রোহন।

০৯ ১৭

রোহন বলেন, ‘‘দিশা খুব সংবেদনশীল। পার্টি চলাকালীন ইংল্যান্ডের এক বন্ধুকে ফোন করেছিল ও। তার পরেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়। দিশার কাছে ফোন নিয়ে আমি ওর বন্ধুর সঙ্গে কথা বলা শুরু করি। তখনই দিশা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।’’

১০ ১৭

কিন্তু বেডরুমের দরজা ভিতর থেকে আটকানো না থাকায় ঘরের ভিতর ঢুকেছিলেন বলেও জানান রোহন। ঘরে ঢুকে তিনি দেখেন, বিছানায় মদ ছড়ানো রয়েছে। কিন্তু ঘরের কোথাও দিশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

১১ ১৭

রোহনের দাবি, পরে তাঁরা ফ্ল্যাটের নীচে দিশার দেহ দেখতে পান। তাঁরা আরও দাবি করেন, ১৪ তলা উঁচু ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন দিশা।

১২ ১৭

১৯৯২ সালে ২৬ মে মুম্বইয়ে জন্ম দিশার। মুম্বইয়ের দাদার পার্সি ইউথ অ্যাসেম্বলি হাই স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি।

১৩ ১৭

ডব্লিউএ সায়েন্স কলেজ থেকে স্নাতর স্তরের পড়াশোনা শেষ করেছিলেন দিশা।

১৪ ১৭

২০১১ সাল থেকে কেরিয়ার শুরু হয় দি‌শার। বিভিন্ন বেসরকারি সংস্থায় নানা পদে কাজ করেছেন তিনি।

১৫ ১৭

পরে বিনোদন জগতে পা রাখেন দিশা। শুরুর দিকে কয়েকটি সংস্থায় ট্যালেন্ট ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন তিনি।

১৬ ১৭

ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে দিশার। ভারতী সিংহ, বরুণ শর্মা-সহ বহু জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছিলেন তিনি।

১৭ ১৭

বলি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার হিসাবে নিযুক্ত হয়ে আরও খ্যাতি পেয়েছিলেন দিশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement