গুলি করে খুন করা হল ব্রাজিলের জনপ্রিয় ইনস্টাগ্রাম তারকা নুবিয়া ক্রিস্টিনা ব্রাহাকে। ১৪ অক্টোবর দুই অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে খুন হন নুবিয়া।
পুলিশ সূত্রে খবর, মুখোশ পরে মোটরবাইকে চেপে এসে নুবিয়ার বাড়িতে ঢোকে দুই আততায়ী।
এর পর নুবিয়াকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান দুষ্কৃতীরা। গুলি লাগার পরই মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছরের তরুণী।
নুবিয়াকে খুন করার পর আততায়ীরা ঘটনাস্থল ছেড়ে আবার মোটরবাইকে চেপে পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার আগে নুবিয়ার মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় আরও কয়েক রাউন্ড গুলি।
গুলির আওয়াজ পেয়ে নুবিয়ার প্রতিবেশীরা পুলিশ ফোন করে পুরো বিষয়টি জানান।
নুবিয়ার বাড়ি ব্রাজিলের আরাকাজুর সান্তা মারিয়ায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে নুবিয়াকে শেষ বার দেখা গিয়েছিল একটি সেলুনে। তিনি প্রায়ই রূপচর্চা করাতে ওই সেলুনে যেতেন বলেও পুলিশ জানিয়েছে।
নুবিয়ার কাকিমা ক্লডিয়া মেনেজেসের দাবি, নুবিয়ার সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবে এর আগে মৃতাকে কোনও রকম হুমকি দেওয়া হয়েছিল কি না, সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও ক্লডিয়া জানিয়েছেন। ক্লডিয়া বলেন, ‘‘নুবিয়ার সঙ্গে কারা এ রকম করল তা আমরা জানতে চাই। ও কোনও দিন কারও ক্ষতি করেনি।’’
নুবিয়ার মৃত্যুর খবরে তাঁর পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন বলেও ক্লডিয়া জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মুখোশধারী দুষ্কৃতীদের পরিচয় এবং খুন করার উদ্দেশ্য এখনও অজানা। ইতিমধ্যেই পুলিশ খুনের তদন্ত করতে শুরু করেছে।
সাধারণ মানুষকেও খুনিদের পরিচয় সম্পর্কে কোনও তথ্য পেলে জানানোর জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।
নুবিয়ার মৃত্যুর খবরে তাঁর অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের শাস্তির দাবিতে ইতিমধ্যেই তোলপাড় সমাজমাধ্যম।
নুবিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছিল ৬০ হাজারেরও বেশি।