Bollywood News

ঐশ্বর্যা, ক্যাটরিনা থেকে শ্রদ্ধা, অন্য তারকাদের জন্য রাতারাতি বাদ পড়েন কোন বলি নায়িকারা?

তাঁদের পরিবর্তে বড় পর্দায় রাতারাতি জায়গা করে নিয়েছিলেন বলিপাড়ার অন্য অভিনেত্রীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ১৫:৫২
Share:
০১ ১৭

বলিউডে এমন একাধিক ছবি রয়েছে যে সব ছবিতে এক তারকাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া থাকলেও রাতারাতি তাঁরা ছবি থেকে বাদ পড়ে গিয়েছেন। তাঁদের পরিবর্তে বড় পর্দায় রাতারাতি জায়গা করে নিয়েছিলেন বলিপাড়ার অন্য অভিনেত্রীরা। বাদ পড়ে যাওয়া নায়িকাদের তালিকায় ঐশ্বর্যা রাই বচ্চন থেকে শুরু করে রয়েছে শ্রদ্ধা কপূরের নামও।

০২ ১৭

২০২১ সালে অমোল গুপ্তের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সাইনা’। স্পোর্টস ঘরানার এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া। কানাঘুষো শোনা যায় যে, এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল শ্রদ্ধা কপূর। কিন্তু রাতারাতি তাঁকে মুখ্যচরিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

Advertisement
০৩ ১৭

এক পুরনো সাক্ষাৎকারে ‘সাইনা’র পরিচালক জানিয়েছিলেন, শুটিংয়ের সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন শ্রদ্ধা। তাই শুটিং করতে পারেননি তিনি। শ্রদ্ধা সুস্থ হয়ে উঠলে সেই সময় অভিনেত্রীর কাছে ‘ছিচোড়ে’ এবং ‘স্ট্রিট ডান্সার ৩ডি’ ছবির কাজ এসে পড়ে। তাই শুটিংয়ের আর দেরি না করে শ্রদ্ধার পরিবর্তে পরিণীতিকে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক।

০৪ ১৭

২০০৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘চলতে চলতে’। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল ঐশ্বর্যা রাই বচ্চনের। কিন্তু রাতারাতি অভিনেত্রী বদল হয়ে যায়। ঐশ্বর্যার পরিবর্তে এই ছবিতে অভিনয় করতে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে।

০৫ ১৭

বলিপাড়ার একাংশের দাবি, ঐশ্বর্যাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে শুনে তা নিয়ে ‘চলতে চলতে’ ছবির পরিচালক আজিজ মির্জ়ার সঙ্গে ঝামেলা করেছিলেন সলমন খান। সে কারণেই ঐশ্বর্যাকে বাদ দিয়ে রানিকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।

০৬ ১৭

শুধু ‘চলতে চলতে’ নয়, শাহরুখের আরও একটি ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্যা। ২০০৪ সালে যশ চোপড়ার পরিচালনায় মুক্তি পায় ‘বীর জ়ারা’। শোনা যায়, এই ছবিতে সামিয়ার চরিত্রে অভিনয়ের কথা ছিল ঐশ্বর্যার। কিন্তু রাতারাতি তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ঐশ্বর্যার পরিবর্তে এই চরিত্রেও অভিনয় করতে দেখা যায় রানিকে।

০৭ ১৭

২০১৯ সালে কঙ্গনা রানাউতের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। পরিচালনার পাশাপাশি এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ও করেন কঙ্গনা। বলি অভিনেতা সোনু সুদ এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন।

০৮ ১৭

কানাঘুষো শোনা যায়, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবা হয়েছিল সোনুকে। কিন্তু মতের অমিল হওয়ায় তাঁকে সেই চরিত্র থেকে বাদ দিয়ে অন্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।

০৯ ১৭

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাফ গার্লফ্রেন্ড’। বলিপাড়া সূত্রে খবর, শ্রদ্ধা কপূরের বিপরীতে এই ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিংহ রাজপুতের। কিন্তু তাঁর পরিবর্তে অর্জুন কপূর সেই চরিত্রে অভিনয় করেন।

১০ ১৭

কানাঘুষো শোনা যায়, ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির শুটিংয়ের জন্য সময় বার করতে পারেননি সুশান্ত। সেই কারণেই শেষ মুহূর্তে পৌঁছে সিদ্ধান্ত বদল করেন ছবিনির্মাতারা।

১১ ১৭

২০০০ সালে ‘কহো না…প্যার হ্যায়’ ছবির হাত ধরে বলিপাড়ায় কেরিয়ার শুরু করেন হৃতিক রোশন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন অমিশা পটেল। কিন্তু ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না অমিশা।

১২ ১৭

বলিপাড়ার গুঞ্জন, ‘কহো না…প্যার হ্যায়’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করার কথা ছিল করিনা কপূর খানের। কিন্তু মতের অমিল হওয়ার কারণে নাকি করিনাকে এই ছবি থেকে রাতারাতি বাদ দিয়ে দেওয়া হয়।

১৩ ১৭

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, অমিশাকে একাধিক হিন্দি ছবি থেকে রাতারাতি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। অমিশাকে বাদ দিয়ে তাঁর পরিবর্তে করিনা এবং বলি অভিনেত্রী এষা দেওলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ছবিনির্মাতারা।

১৪ ১৭

‘তেরে নাম’ ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করে বলিপাড়ায় নজর কেড়েছিলেন ভূমিকা চাওলা। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘জব উই মেট’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রাতারাতি সেই ছবি থেকে বাদও পড়ে যান তিনি।

১৫ ১৭

ভূমিকা বলেছিলেন, ‘‘আমায় ‘জব উই মেট’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমে ববি দেওলের সঙ্গে অভিনয়ের কথা ছিল। তার পর শুনলাম, শাহিদ কপূর এই ছবিতে অভিনয় করবেন। তার পর শুনতে পেলাম যে শাহিদের বিপরীতে আয়েশা টাকিয়াকে দেখা যাবে এই ছবিতে। খুব কম সময়ের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল। আমিও না জানি কী ভাবে এই ছবি থেকে বাদ পড়ে গেলাম।’’

১৬ ১৭

২০০৩ সালে অনুরাগ বসুর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সায়া’। এই ছবিতে জন আব্রাহমের বিপরীতে অভিনয় করতে দেখা যায় তারা শর্মাকে। কানাঘুষো শোনা যায়, এই ছবি থেকে নাকি ক্যাটরিনা কইফকে রাতারাতি বাদ দিয়ে দেওয়া হয়েছিল।

১৭ ১৭

বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘সায়া’ ছবিতে মায়া চরিত্রের জন্য ক্যাটরিনাকে পছন্দ করেছিলেন অনুরাগ। কিন্তু তাতে আপত্তি জানান জন। জন জানিয়েছিলেন, মায়া চরিত্রের জন্য এমন অভিনেত্রীকে বাছা প্রয়োজন যাঁর হিন্দি উচ্চারণ স্পষ্ট হয়। হিন্দি উচ্চারণে জড়তা থাকার কারণেই নাকি ক্যাটরিনা এই ছবি থেকে রাতারাতি বাদ পড়েন এবং তাঁর পরিবর্তে তারা শর্মাকে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement