নিপুণ চিত্রনাট্য, দুর্দান্ত প্রোডাকশন ডিজ়াইন, মনকাড়া অভিনয় ছাড়াও খুঁটিনাটি আরও অনেক বিষয় থাকে যার উপর নির্ভর করে বলিউডে কোনও ছবি হিট হয়, বক্স অফিস থেকে বিপুল উপার্জন করে। কিন্তু এমন বহু ছবি রয়েছে, যার কাজ খানিকটা শুরু হয়েও আর শেষ হয়নি। সেই ছবিগুলি মুক্তি পেলে বলিউডের সুপারহিট ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলত বলে অনুমান করেন বলিপাড়ার অধিকাংশ। এই তালিকায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সলমন খানের মতো তারকাদের মুক্তি না পাওয়া সিনেমা রয়েছে।
পরিচালক মুকুল এস আনন্দ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১৯৯৭ সালে। তাঁর আগে ‘দশ’ নামে একটি ছবির পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন মুকুল। ছবির প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল।
সলমন খান, সঞ্জয় দত্ত ছাড়া এই ছবিতে অভিনয় করেছিলেন রবীনা ট্ন্ডন এবং শিল্পা শেট্টি।
কিন্তু ছবির কাজ চলাকালীন প্রয়াত হন পরিচালক। ফলে, ছবির কাজও থেমে যায়।
এক দিকে বলিউডের সবচেয়ে লম্বা অভিনেতা অমিতাভ বচ্চন আর অন্য দিকে এম এম ফারুকি ওরফে লিলিপুট— বলিপাড়ার এই দুই অভিনেতাকে নিয়ে একটি ছবি বানাতে চেয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই।
ছবির নামও ঠিক করে ফেলেছিলেন তিনি— ‘দেবা’। ছবির জন্য বেশ কিছু অ্যাকশন দৃশ্য এবং একটি গানও শুট করে ফেলেছিলেন তিনি। কিন্তু মতভেদের কারণে এই ছবির কাজ এই ছবির কাজ আর এগোয়নি।
শেখর কপূর কল্পবিজ্ঞান ঘরানার উপর ‘টাইম মেশিন’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। এই ছবিতে নাসিরুদ্দিন শাহ, রেখা, আমির খান, রবীনা ট্ন্ডন, গুলশন গ্রোভারের মতো তারকারা অভিনয় করেছিলেন।
ছবির ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। অন্তিম পর্বে এসে আর্থিক সমস্যা দেখা দেওয়ায় ছবিটির বাকি কাজ আর শেষ হয়নি, অসম্পূর্ণই থেকে গিয়েছে।
‘চন্দ্রকান্তা’র পৌরাণিক কাহিনির উপর নির্ভর করে ‘তালিসমান’ নামের একটি ছবি বানানোর পরিকল্পনা করা হয়েছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন ‘আরিয়া’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক রাম মাধবনি।
এই ছবির মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কোনও কারণে সেই ছবির কাজ আর এগোয়নি।
হিন্দি কমেডি ঘরানার ছবিতে গোবিন্দ এবং সলমন খানের জুড়ি মেলা ভার।
এই দুই অভিনেতাকে নিয়ে কমেডি ঘরানার ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। ছবিটি প্রযোজনা করার কথা ছিল তাঁর।
‘রাজু রাজা রাম’ নামের এই ছবিতে গোবিন্দ এবং সলমনের সঙ্গে অভিনয় করার কথা ছিল মনীষা কৈরালারও। কিন্তু এই ছবি ঘোষণার পর আর কোনও কাজ এগোয়নি।
অভিনেতা দিলীপ কুমার ‘কলিঙ্গ’ নামের একটি ছবি পরিচালনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছিল তাঁকে।
দিলীপের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন আমজাদ খান এবং জ্যাকি শ্রফ। সব কাজ শেষ হয়ে গেলেও ছবিটি মুক্তি পায়নি। তবে, কানাঘুষো শোনা যায়, ছবিটি যাতে মুক্তি পায় সে দিকে নজর দেওয়া হয়েছে।
মীরা নায়ারের পরিচালনায় মুক্তি পাওয়ার কথা ছিল গ্যাংস্টার ড্রামা ঘরানার ছবি ‘শান্তারাম’।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল অমিতাভ বচ্চনের। তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যেত হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপকেও। কিন্তু ছবিটির ব্যাপারে ঘোষণা হয়ে গেলেও কোনও কাজ শুরু হয়নি।
‘ট্যাক্সি ড্রাইভার’, ‘শাটার আইল্যান্ড’-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক মার্টিন স্করসিসি ভেবেছিলেন, ২০১১ সালে লিওনার্দো দিক্যাপ্রিও এবং শাহরুখ খানকে নিয়ে একটি সিনেমা বানাবেন।
লিওনার্দোকে পুলিশের ভূমিকায় এবং শাহরুখকে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যেত। ছবির নামও ঠিক করে ফেলেছিলেন তিনি (‘এক্সট্রিম সিটি’)। কিন্তু পরে এই ছবি নিয়ে কোনও কথাবার্তা এগোয়নি।