Shah Rukh Khan

জুটি বাঁধেন শাহরুখের সঙ্গে, তবু ব্যর্থ হয় ছবি! তালিকায় একাধিক খ্যাতনামী বলি অভিনেত্রী

বলিপাড়ার এমন কয়েক জন অভিনেত্রী রয়েছেন যাঁরা শাহরুখের সঙ্গে অভিনয় করলেও সেই ছবি হিট হয়নি। তালিকায় পূজা ভট্ট, রবিনা টন্ডন এবং সোনালি বেন্দ্রের পাশাপাশি রয়েছে একাধিক অভিনেত্রীর নাম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৬
Share:
০১ ১৬

তিন দশকের বেশি সময় হিন্দি ফিল্মজগতে কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ থেকে শুরু করে ‘বাদশা’ খেতাবও জুটিয়ে ফেলেছেন তিনি। শিল্পা শেট্টি থেকে শুরু করে অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন সকলেই শাহরুখের হাত ধরে বড় পর্দায় নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন।

০২ ১৬

কেরিয়ারের প্রথম ছবি, তা-ও আবার শাহরুখের সঙ্গে— বক্স অফিসে শিল্পা-অনুষ্কা এবং দীপিকার সেই ছবিগুলি ব্যবসা করেছিল চুটিয়ে।

Advertisement
০৩ ১৬

তবে বলিপাড়ার এমন কয়েক জন অভিনেত্রী রয়েছেন যাঁরা শাহরুখের সঙ্গে অভিনয় করলেও সেই ছবি হিট হয়নি। তালিকায় পূজা ভট্ট, রবিনা টন্ডন এবং সোনালি বেন্দ্রের পাশাপাশি রয়েছে একাধিক অভিনেত্রীর নাম।

০৪ ১৬

১৯৯৫ সালে প্রেম লালওয়ানির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গুড্ডু’। শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা। বক্স অফিসে ছবিটি ভাল ব্যবসা করতে ব্যর্থ হয়।

০৫ ১৬

‘গুড্ডু’ মুক্তির তিন বছর পর ১৯৯৮ সালে শাহরুখের সঙ্গে ‘দিল সে’ ছবিতেও অভিনয় করেন মনীষা। কিন্তু সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

০৬ ১৬

১৯৯৬ সালে প্রবীণ নিশ্চোলের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইংলিশ বাবু দেশি মেম’। এই ছবির মাধ্যমেই শাহরুখের সঙ্গে প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সোনালি বেন্দ্রে। তবে ছবিটি বক্স অফিসে সেই অর্থে লক্ষ্মীলাভ করেনি।

০৭ ১৬

‘ইংলিশ বাবু দেশি মেম’ মুক্তির দু’বছর পর মহেশ ভট্ট পরিচালিত ‘ডুপ্লিকেট’ ছবিতেও শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যায় সোনালিকে। এই ছবিটিও বক্স অফিসে তেমন ব্যবসা করেনি।

০৮ ১৬

২০০৩ সালে নিখিল আডবাণীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কল হো না হো’। এই ছবিতে শাহরুখের পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করেন সইফ আলি খান এবং প্রীতি জ়িন্টা। পার্শ্বচরিত্রে অভিনয় করেন সোনালি।

০৯ ১৬

‘কল হো না হো’ ছবিতে শাহরুখের বান্ধবীর ভূমিকায় সোনালি অভিনয় করলেও তাঁকে কম সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল।

১০ ১৬

শাহরুখের সঙ্গে একাধিক ছবিতে বলি অভিনেত্রী রবিনা টন্ডন অভিনয় করলেও সেগুলি হিট করেনি। ১৯৯৫ সালে ‘জমানা দিওয়ানা’ এবং ‘জাদু’ ছবিতে অভিনয় করেন দুই তারকা। কিন্তু ছবি দু’টি ভাল ব্যবসা করতে পারেনি।

১১ ১৬

২০০৪ সালে বীরেন্দ্রনাথ তিওয়ারির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইয়ে লমহে হ্যায় জুদাই কে’। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যায় রবিনাকে। কিন্তু এই ছবিটিও বক্স অফিসে হিট করেনি।

১২ ১৬

বলিপাড়ার অন্যতম ছবিনির্মাতা মহেশ ভট্টের কন্যা পূজা ভট্ট। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও পূজার কেরিয়ারে তা ফ্লপ ছবি হিসাবে যোগ হয়।

১৩ ১৬

এখনও পর্যন্ত শাহরুখের সঙ্গে একটি মাত্র ছবিতে অভিনয় করেন পূজা। ১৯৯৬ সালে মহেশ ভট্টের পরিচালিত ‘চাহত’ ছবিতে অভিনয় করেন শাহরুখ এবং পূজা। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পর আর দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

১৪ ১৬

১৯৯৩ সালে কেতন মেহতার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মায়া মেমসাব’ ছবিটি। শাহরুখের কেরিয়ারের গোড়ার দিকের ছবি ছিল এটি। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যায় দীপা শাহিকে। তবে মুক্তির পর বক্স অফিসে ভাল সাড়া পায়নি ‘মায়া মেমসাব’।

১৫ ১৬

‘মায়া মেমসাব’ ব্যর্থ হওয়ার পর শাহরুখের সঙ্গে আরও একটি হিন্দি ছবিতে অভিনয় করেন দীপা। এই ছবিরও পরিচালনার দায়িত্বে ছিলেন কেতন মেহতা।

১৬ ১৬

‘মায়া মেমসাব’ মুক্তির দু’বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওহ ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া!’। শাহরুখ এবং দীপা এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন। কিন্তু এই ছবিটিও ব্যর্থ হয় বক্স অফিসে। তার পর আর শাহরুখের সঙ্গে দীপাকে অভিনয় করতে দেখা যায়নি।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement