Bollywood Gossip

কলকাতায় লুকিয়ে বিয়ে! জানতে পেরে নববধূ রেখাকে জুতো মেরে বার করে দেন বলি অভিনেতার মা

অমিতাভ ছাড়া রেখার নাম জড়ায় অন্য বলি তারকাদের সঙ্গেও। বলি অভিনেতা জীতেন্দ্রের সঙ্গেও নাকি সম্পর্কে ছিলেন রেখা। তবে সেই সম্পর্কের আয়ু বেশি দিন ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১১:০৭
Share:
০১ ১৮
Rekha

কেরিয়ারের ঝুলিতে দেড়শোর বেশি ছবি। জাতীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। বয়স ৭০ পেরিয়ে গেলেও এখনও যেন তিনি ‘বলিউড কুইন’। অভিনয়ে দড় রেখার ব্যক্তিগত জীবনও ছিল বেশ রঙিন। একাধিক অভিনেতার সঙ্গে তাঁর প্রেম-বিচ্ছেদের কাহিনি ছড়িয়ে রয়েছে বলিপাড়ায়। কানাঘুষো শোনা যায়, সহ-অভিনেতাকে নাকি লুকিয়ে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু শ্বশুরবাড়িতে নববিবাহিতা প্রবেশ করতেই নাকি তাঁকে জুতোপেটা করেছিলেন বলি অভিনেতার মা।

০২ ১৮
amitabh and Rekha

বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমকাহিনি বলিপাড়ায় বহুলচর্চিত। তবে অমিতাভ ছাড়া রেখার নাম জড়ায় অন্য বলি তারকাদের সঙ্গেও। বলি অভিনেতা জীতেন্দ্রের সঙ্গেও নাকি সম্পর্কে ছিলেন রেখা। তবে সেই সম্পর্কের আয়ু বেশি দিন ছিল না। জীতেন্দ্রের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর অন্য নায়কের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রেখা।

Advertisement
০৩ ১৮
vinod chopra and rekha

ইয়াসির উসমান রচিত ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে রেখার রঙিন প্রেমজীবনের উল্লেখ রয়েছে। সেই বই থেকে জানা যায়, জীতেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলি অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে আলাপ হয় রেখার। ‘ঘর’, ‘প্যার কি জিত’, ‘সাজন কি সহেলি’, ‘জাল’-এর মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পেশাগত সূত্রে আলাপ হলেও তাঁদের সম্পর্ক গাঢ় হয়ে ওঠে।

০৪ ১৮

বলিউডের জনশ্রুতি, শুটিং শেষ হওয়ার পর বিনোদের সঙ্গে একান্তে সময় কাটাতেন রেখা। কখনও দু’জনে মিলে গাড়ি নিয়ে দূরে কোথাও বেরিয়ে পড়তেন। কখনও আবার মুম্বইয়ের বিলাসবহুল রেস্তরাঁয় নৈশভোজ সারতেও দেখা যেত দুই তারকাকে। আদর করে বিনোদের ডাকনাম ‘ভিন ভিন’ রেখেছিলেন রেখা।

০৫ ১৮

বিনোদের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, ‘‘আমার জন্মদিনের সকাল। বিনোদ তখন আমার বেডরুমে ছিল। সকাল হতে না হতেই আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছিল ও।’’

০৬ ১৮

অন্য দিকে রেখাকে নিয়ে যখনই কোনও রকম বিতর্কের সৃষ্টি হত, তখনই ঝাঁপিয়ে পড়তেন বিনোদ। রেখাকে রক্ষা করার চেষ্টা করতেন তিনি। কানাঘুষো শোনা যায়, দুই তারকা বিয়েও করেছিলেন। কিন্তু বেঁকে বসেছিলেন অভিনেতার মা।

০৭ ১৮

বলিউডের গুঞ্জন, রেখাকে পুত্রবধূ হিসাবে চাইতেন না বিনোদের মা। তিনি পুত্রের জন্য ঘরোয়া পাত্রী খুঁজছিলেন। এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন যে, তাঁকে অপছন্দ করেন বিনোদের মা।

০৮ ১৮

রেখা বলেছিলেন, ‘‘ওঁর (বিনোদের মা) কাছে আমি তো শুধুমাত্র অভিনেত্রী ছিলাম না। আমি এমন এক জন নায়িকা যাঁর সঙ্গে বদনাম জড়িয়ে রয়েছে। আমার অতীত, আমার প্রেম, সম্পর্ক নিয়ে নানা কথা শুনেছেন তিনি। তিনি মনে করেন, আমার অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা রয়েছে। গোড়ার দিকে বিনোদের মুখ চেয়ে আমায় সহ্য করে নিলেও আমায় উনি একদম পছন্দ করেন না।’’

০৯ ১৮

বলিপাড়ার একাংশের দাবি, বিনোদের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাননি রেখা। বরং অভিনেতাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। সেই অনুযায়ী কলকাতায় এসে চুপি চুপি বিয়ে করে ফেলেছিলেন তাঁরা। বিয়ে সেরে রেখাকে নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছিলেন বিনোদ।

১০ ১৮

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, শাশুড়ির আশীর্বাদ নিতে বিনোদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে ঝুঁকেছিলেন রেখা। সেই মুহূর্তেই নাকি রেখাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন বিনোদের মা।

১১ ১৮

বিনোদের মা চাননি যে, রেখা তাঁর বাড়িতে প্রবেশ করুন। কানাঘুষো শোনা যায়, রেখাকে জুতোপেটা করতেও নাকি বাদ রাখেননি বিনোদের মা। এমন আচরণে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে বিনোদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন রেখা।

১২ ১৮

সত্তরের দশকে বিনোদ এবং রেখার বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। বলিউডের গুঞ্জন, বিনোদ নাকি বহু চেষ্টা করেছিলেন তাঁর মা এবং রেখার মাঝে বন্ধুত্বের সেতু তৈরি করতে। কিন্তু ব্যর্থ হয়েছিলেন।

১৩ ১৮

২০০৪ সালে এক সাক্ষাৎকারে রেখা এবং বিনোদের সম্পর্ক নিয়ে নায়িকাকে প্রশ্ন করেছিলেন সিমি গারেওয়াল। সিমির প্রশ্ন ছিল, ‘‘১৯৭৩ সালে তুমি বিনোদ মেহরাকে বিয়ে করেছিলে?’’ সিমির প্রশ্ন শুনে খানিকটা রেগেই যান রেখা।

১৪ ১৮

বিনোদকে বিয়ে প্রসঙ্গে রেখা বলেছিলেন, ‘‘না। যে যা পারছে বলে যাচ্ছে। আমায় প্রশ্ন করলেও আমি কোনও উত্তর দিতে চাই না। বিনোদ আমার শুভাকাঙ্ক্ষী ছিল। ও আমার খুব খুব কাছের।’’

১৫ ১৮

রেখার সঙ্গে বিচ্ছেদের পর ১৯৮০ সালে বলি অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে বিয়ে করেন বিনোদ। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। চার বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

১৬ ১৮

১৯৮৮ সালে কিরণ মেহরা নামে এক তরুণীকে বিয়ে করেন বিনোদ। বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন না কিরণ। এক শিল্পপতির কন্যা ছিলেন তিনি। তবে বিয়ের দু’বছর পর মারা যান বিনোদ। ১৯৯০ সালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা।

১৭ ১৮

বলিপাড়া সূত্রে খবর, বিনোদ যে বছর মারা যান সে বছর দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। কিন্তু ছ’মাসও সংসার করতে পারেননি অভিনেত্রী।

১৮ ১৮

কানাঘুষো শোনা যেতে থাকে, মুকেশের সঙ্গে অধিকাংশ বিষয় নিয়ে মতবিরোধ হত রেখার। নিত্য অশান্তি সহ্য করতে না পেরে রেখা নাকি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা জানতে পেরেই নাকি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন মুকেশ। ১৯৯০ সালে আত্মহত্যা করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement