Priyanka Chopra Jonas

স্বামী-কন্যার সঙ্গে কোথায় ঘুরতে গেলেন প্রিয়ঙ্কা? রইল ‘দেশি গার্ল’-এর সাহসী ফোটো অ্যালবাম

ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের বিরতি নিয়ে স্বামী এবং কন্যার সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৭
Share:
০১ ১৩

মনের মানুষের সঙ্গে সময় কাটালে মাঝেমধ্যেই মনে হয়, ঘড়ির কাঁটা যেন না এগোয়। শুধু সেই মুহূর্তটুকু কাছের মানুষের সঙ্গে বেঁচে থাকলেই যেন জীবন পরিপূর্ণ হয়ে যায়। সেই পথেই হাঁটলেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের বিরতি নিয়ে স্বামী এবং কন্যার সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী।

০২ ১৩

পরিবার নিয়ে দক্ষিণ ফ্রান্সে ঘুরতে গিয়েছেন প্রিয়ঙ্কা। বিদেশ সফরে গিয়ে ইনস্টাগ্রামের পাতায় কিছু ছবি এবং ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। পোস্টে লেখা রয়েছে, ‘‘জীবনের ভালবাসার মানুষদের সঙ্গে বিশেষ বিরতি।’’

Advertisement
০৩ ১৩

পরনে বাদামি রঙের বিকিনি। স্বামী নিক জোনাসের উপর এলিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা।

০৪ ১৩

দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন প্রিয়ঙ্কারা। জানলার ওপারেই সমুদ্রসৈকত। সমুদ্র দেখতে দেখতে পানাহারের আয়োজন।

০৫ ১৩

ইয়টে বসে রয়েছেন প্রিয়ঙ্কা। পরনে সাদা ও বাদামি ডোরাকাটা শার্ট। হাঁটু ভাঁজ করে তাঁর উপর ডান হাতটি রেখেছেন। ডান হাতের উপর দেখা যাচ্ছে একটি মুখাবয়ব। যেন একটি শিশুকন্যার মুখের রেখাচিত্র। বলিপাড়া সূত্রে খবর, ওই মুখাবয়ব আসলে প্রিয়ঙ্কা-কন্যা মালতিরই।

০৬ ১৩

সমুদ্রের মাঝে রোদ পোহাচ্ছেন প্রিয়ঙ্কা।

০৭ ১৩

প্রিয়ঙ্কার কোলে বসে মালতি। মায়ের সঙ্গে খুনসুটি করছে সে।

০৮ ১৩

ক্রুশের সাদা বডিকন ড্রেসে প্রিয়ঙ্কা।

০৯ ১৩

মাঝসমুদ্রে ইয়টে শুয়ে রয়েছেন প্রিয়ঙ্কা।

১০ ১৩

সমুদ্রের বুকে ভেসে চলেছে ইয়ট। সেখানে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে মালতি।

১১ ১৩

চোখে রোদচশমা। মুখে হাসি। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে আনন্দে রয়েছে মালতি।

১২ ১৩

ঘুরতে গিয়ে বাদ পড়েনি গানবাজনাও। গিটার হাতে নিক।

১৩ ১৩

ইয়টে বসে প্রিয়ঙ্কার নিজস্বী। দেখা যাচ্ছে নিককেও।

সব ছবি: ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement