Bolllywood Stars

শুধু শাহরুখ নন, ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করেছেন বলিউডের আর কোন তারকারা?

বলিউডের ‘বাদশা’ শুধু একাই নন, হিন্দি ফিল্মজগতে আরও তারকা রয়েছেন যাঁরা ছোট পর্দায় অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছেন। তালিকায় রয়েছেন ম্রুণাল ঠাকুর এবং বিদ্যা বালনের মতো তারকারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৮:১০
Share:
০১ ১৩

চলতি বছরেই পর পর দু’টি হিট ছবি। মুক্তির পর শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এবং ‘পাঠান’ দু’টি ছবিই বিশ্বজোড়া বক্স অফিসে হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে। তবে শাহরুখের কেরিয়ার শুরু হয় ছোট পর্দায়।

০২ ১৩

নব্বইয়ের দশকে ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ নামের দু’টি হিন্দি ধারাবাহিকে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ। তবে বলিউডের ‘বাদশা’ শুধু একাই নন, হিন্দি ফিল্মজগতে আরও তারকা রয়েছেন যাঁরা ছোট পর্দায় অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছেন।

Advertisement
০৩ ১৩

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সালাম বম্বে’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ইরফান খান। তার পর একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি।

০৪ ১৩

বড় পর্দার মাধ্যমে নয়, ছোট পর্দার হাত ধরে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন ইরফান। ‘শ্রীকান্ত’ ধারাবাহিকে অভিনয় করে কেরিয়ার শুরু করেন অভিনেতা।

০৫ ১৩

‘শ্রীকান্ত’ ছাড়াও ‘চাণক্য’, ‘চন্দ্রকান্তা’, ‘ভারত এক খোঁজ’, ‘বনেগি আপনি বাত’, ‘ইশশ... কোয়ি হ্যায়’, ‘জাস্ট মহব্বত’, ‘মানো ইয়া না মানো’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন ইরফান।

০৬ ১৩

দক্ষিণী ফিল্মজগতের পাশাপাশি বলিউডেও নিজের পরিচিতি তৈরি করেন আর মাধবন। ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ ছবিতে ম্যাডি চরিত্রে অভিনয় করে ম্যাডি নামেই বহুল পরিচিতি পান তিনি।

০৭ ১৩

হিন্দি ছবিতে অভিনয়ের আগে অবশ্য হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন আর মাধবন। ‘বনেগি আপনি বাত’, ‘ঘর জামাই’, ‘সায়া’, ‘আরোহণ’, ‘ইয়ে কঁহা আ গয়ে হম’, ‘তোল মোল কে বোল’-এর মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

০৮ ১৩

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি ‘সীতা রামন’-এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান ম্রুণাল ঠাকুর। দক্ষিণী ছবির পাশাপাশি ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে তাঁকে।

০৯ ১৩

চলতি বছরে মুক্তিপ্রাপ্ত হিন্দি ওয়েব সিরিজ় ‘লাস্ট স্টোরিজ় ২’-এ অভিনয় করেন ম্রুণাল। তবে বড় পর্দায় আসার আগে ছোট পর্দাতেই নিজের কেরিয়ার শুরু করেন তিনি। ‘কুমকুম ভাগ্য’ নামের হিন্দি ধারাবাহিকে প্রথম অভিনয় করেন ম্রুণাল।

১০ ১৩

‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ হোক বা ‘কাই পো চে’র মতো হিন্দি ছবি, বড় পর্দাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বলি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।

১১ ১৩

ছোট পর্দায় অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সুশান্ত। ‘পবিত্র রিস্তা’ নামের হিন্দি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন অভিনেতা।

১২ ১৩

বলি অভিনেত্রী বিদ্যা বালনও অভিনয়জগতে নিজের কেরিয়ার শুরু করেন ছোট পর্দার মাধ্যমে। নব্বইয়ের দশকে ‘হম পাঁচ’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় বিদ্যাকে। যদিও খুব কম সময়ের জন্য তাঁকে ধারাবাহিকে দেখা গিয়েছে। তার পরেই বলিপাড়ায় নিজের কেরিয়ার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন বিদ্যা।

১৩ ১৩

২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয় করে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন আয়ুষ্মান খুরানা। তবে অভিনেতাকে প্রথম দেখা যায় ছোট পর্দায় ‘রোডিজ় সিজ়ন ২’ রিয়্যালিটি শোয়ে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement