Bollywood Gossip

সলমন থেকে অক্ষয়, রবিনা থেকে করিশ্মা, বাগ্‌দান পর্ব সেরেও বিয়ে ভেঙেছেন যে বলি তারকারা

বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন, যাঁরা বাগ্‌দান পর্ব সারলেও শেষ পর্যন্ত সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি। সলমন খান থেকে শুরু করে এই তালিকায় রয়েছে অক্ষয় কুমারের মতো বলি তারকার নাম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৭:০৯
Share:
০১ ২০

রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর-আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণী, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ— সাম্প্রতিককালে বলিপাড়ার এই তারকা জুটিরা যেন সব সময় ক্যামেরাশিকারিদের নজরে। তাঁদের অভিনয়জীবনের পাশাপাশি বিবাহিত জীবন নিয়েও ক্রমাগত আলোচনা চলতে থাকে। কিন্তু বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যাঁরা অন্য তারকার সঙ্গে বাগ্‌দান পর্ব সারলেও শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি। সলমন খান থেকে শুরু করে এই তালিকায় রয়েছে অক্ষয় কুমারের মতো বলি তারকার নাম।

০২ ২০

নব্বইয়ের দশক থেকে বলিপাড়ায় নিজের পরিচিতি গড়ে তোলেন বলি অভিনেতা রণধীর কপূরের কন্যা করিশ্মা কপূর। অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি।

Advertisement
০৩ ২০

২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন অভিষেক। বলিপাড়ায় পা রাখার দু’বছরের মধ্যে করিশ্মার সঙ্গে বাগ্‌দান পর্ব সেরে ফেলেন অভিনেতা।

০৪ ২০

বলিপাড়া সূত্রে খবর, ২০০২ সালে অমিতাভের জন্মদিনে বাগ্‌দানের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন অভিষেক এবং করিশ্মা। কিন্তু তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি।

০৫ ২০

২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে অভিষেক এবং করিশ্মা তাঁদের সম্পর্কে ইতি টানেন। একই বছরে শিল্পপতি সঞ্জয় কপূরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন করিশ্মা। ২০০৭ সালে বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিষেক।

০৬ ২০

অভিষেক এবং করিশ্মার সম্পর্ক কেন ভাঙল সে প্রসঙ্গে বচ্চন অথবা কপূর পরিবারের তরফে কিছু জানানো হয়নি। তবে বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, করিশ্মার মা নাকি দুই তারকার বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। তাই অভিষেকের সঙ্গে সম্পর্কে ইতি টানতে বাধ্য হন করিশ্মা।

০৭ ২০

আশি থেকে নব্বইয়ের দশকে বলিপা়ড়ায় পরিচিতি তৈরি করে ফেলেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। কানাঘুষো শোনা যায়, সলমন খানের সঙ্গে বিয়ের কথা ছিল তাঁর। দুই তারকার বাগ্‌দান পর্ব সেরে ফেলার পর বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই বিচ্ছেদ হয়ে যায় দু’জনের।

০৮ ২০

বলিপাড়া সূত্রে খবর, হিন্দি ছবিতে অভিনয় শুরুর আগেই সঙ্গীতার সঙ্গে আলাপ হয় সলমনের। ১৯৮৬ সাল থেকে টানা আট বছর সম্পর্কে ছিলেন দুই তারকা।

০৯ ২০

১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল সলমন এবং সঙ্গীতার। এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যায় তাঁদের।

১০ ২০

কানাঘুষো শোনা যায়, সঙ্গীতার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর অভিনেত্রী সোমি আলির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সলমন। বিয়ের কথা পাকা হওয়ার পর সে কথা জানতে পারেন সঙ্গীতা। তাই সলমনের সঙ্গে বাগ্‌দান পর্ব সারার পরেও বিয়ে ভেঙে দেন অভিনেত্রী।

১১ ২০

ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে বিবেক ওবেরয়ের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কম আলোচনা হয়নি। বলিপাড়া সূত্রে খবর, সলমনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্যা। কিন্তু তাঁদের সম্পর্কের আয়ু বেশি দিন ছিল না।

১২ ২০

কানাঘুষো শোনা যায়, ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে গুরপ্রীত গিল নামে এক মডেলের সঙ্গে বাগ্‌দান পর্ব সেরে ফেলেছিলেন বিবেক।

১৩ ২০

কিন্তু ঐশ্বর্যার সঙ্গে আলাপ হওয়ার পর ধীরে ধীরে গুরপ্রীতের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে বিবেকের। বলিপাড়ার একাংশের দাবি, ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর গুরপ্রীতের সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেতা।

১৪ ২০

নব্বইয়ের দশকে বড় পর্দায় জুটি হিসাবে দর্শকের মনে জায়গা করে নেন বলি অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী রবিনা টন্ডন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহরা’ ছবিতে দুই তারকার সম্পর্কের রসায়ন দর্শকের প্রশংসা কুড়োয়। কিন্তু ক্যামেরার পিছনেও তাঁদের রসায়ন যে জমে উঠেছিল বলিপাড়ায় মাঝেমধ্যেই তা নিয়ে কানাঘুষো শোনা যেত।

১৫ ২০

বলিপাড়া সূত্রে খবর, কয়েক বছর সম্পর্কে থাকার পর দুই পরিবারের উপস্থিতিতে বাগ্‌দান পর্ব সারেন অক্ষয় এবং রবিনা। কিন্তু ১৯৯৮ সালে দুই তারকা তাঁদের সম্পর্কে ইতি টানেন।

১৬ ২০

কানাঘুষো শোনা যায়, অক্ষয় নাকি রবিনাকে বলেন, বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে হবে। এ নিয়ে দু‌ই তারকার মতবিরোধ হয়। রবিনা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কেরিয়ারের সঙ্গে কোনও রকম সমঝোতা করবেন না। তাই অক্ষয়ের সঙ্গে রবিনা সম্পর্কে ইতি টানেন।

১৭ ২০

ছোট পর্দা থেকে অভিনয়যাত্রা শুরু করেন অভিনেত্রী করিশ্মা তন্না। সম্প্রতি ‘স্কুপ’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০২২ সালে বরুণ বাঙ্গেরাকে বিয়ে করেন করিশ্মা।

১৮ ২০

বরুণের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে উপেন পটেলের সঙ্গে সম্পর্কে জড়ান করিশ্মা। ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের অষ্টম সিজ়নে সেখানকার প্রতিযোগী উপেনের সঙ্গে আলাপ হয় তাঁর। ‘বিগ বস্’ ছেড়ে বেরোনোর পরেও কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা।

১৯ ২০

টেলিভিশনে নাচের এক রিয়্যালিটি শোয়ে আংটিবদল করেন করিশ্মা এবং উপেন। কিন্তু বাগ্‌দান পর্ব সারার দু’-তিন মাসের মধ্যে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

২০ ২০

উপেনের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে করিশ্মা এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমরা একসঙ্গে কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম না। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement