বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় আসছেন শাহরুখ খান। অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে। পিটিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩৫ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেই প্রকাশ্যে এল নয়া তথ্য। শাহরুখের সঙ্গে ‘সি গ্যাং’-এর যোগসূত্র রয়েছে বলে বলিপাড়ায় কানাঘুষো চলছে।
শোনা যাচ্ছে, ‘সি গ্যাং’ নামের এই বিশেষ দলের সঙ্গে সখ্য রয়েছে শাহরুখের। এমনকি, শাহরুখ যে ছবিতে অভিনয় করেছেন, সেই ছবিতে এই দলের সদস্যদের কাজও দিয়েছেন তিনি।
শাহরুখের সঙ্গে ‘সি গ্যাং’-এর যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে। কারা এই দলের সদস্য, অভিনেতার সঙ্গে তাঁদের পরিচয় কী ভাবে গড়ে উঠল তা-ও প্রকাশ্যে এসেছে।
দলের সদস্যরা হলেন বিবেক খুশালানি, বিকাশ মাথুর, রমন শর্মা এবং অশোক ভাসান। শাহরুখ যখন দিল্লিতে পড়াশোনা করতেন, সেই সময় থেকেই অভিনেতাকে চেনেন এই ৪ জন।
দিল্লির সেন্ট কলাম্বা স্কুলে পড়তেন শাহরুখ। সেই স্কুলেই অভিনেতার সহপাঠী ছিলেন বিবেক, বিকাশ, রমন এবং অশোক।
শাহরুখকে নাকি বেশির ভাগ সময় এই ৪ জনের সঙ্গে দেখতে পাওয়া যেত। ৫বন্ধুর এই দল ‘সি গ্যাং’ নামে পরিচিত ছিল। ‘কুল’ শব্দ বোঝাতে ‘সি’ ব্যবহার করেছিলেন তাঁরা।
‘জিনা ইসি কা নাম হ্যায়’ নামের একটি পুরনো টক শোয়ে ৪ বন্ধুকে নিয়ে এসেছিলেন শাহরুখ। ফারুক শেখ এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। দর্শকের সঙ্গে শাহরুখ তাঁর ৪ বন্ধুর আলাপ করিয়ে দিয়েছিলেন।
শুধু তা-ই নয়, শাহরুখ তাঁর ছবিতে বন্ধুদের অভিনয় করার সুযোগও করে দিয়েছিলেন। ২০০৪ সালে ফারাহ খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ম্যায় হুঁ না’। এই ছবিতে ‘রাম’-এর চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। ফিল্ম থেকে বাদ পড়েননি তাঁর বন্ধুরাও।
বিবেক এবং রমনকে ‘ম্যায় হুঁ না’ ছবিতে পিয়নের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে পরিচালক ফারাহ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘শাহরুখের বন্ধুরা দিল্লি থেকে এসেছিল। আমি ওদের জন্য পিয়নের চরিত্র বেছে রেখেছি শুনে ওরা প্রথমে অবাক হয়ে গিয়েছিল।’’
কিন্তু শাহরুখের ২ বন্ধু ‘ম্যায় হুঁ না’ ছবিতে এত দুর্দান্ত অভিনয় করেছিলেন যে, ফারাহ তাঁদের পরবর্তী ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়ে ফেলেন।
‘ওম শান্তি ওম’ ছবিতে বিবেক এবং রমনকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ফারাহ।
শাহরুখের সঙ্গে ৪ বন্ধুর এই সখ্য নায়কের অভিনয় জীবনেও প্রভাব ফেলেছিল। ‘রইস’ ছবিতে যে ধরনের চরিত্রে শাহরুখ অভিনয় করেছিলেন, তা পর্দায় ভাল করে ফুটিয়ে তোলার কৃতিত্ব ‘সি গ্যাং’-কেই দিয়েছিলেন কিং খান।
‘সি গ্যাং’-এর সদস্য হিসাবে শাহরুখ এবং তাঁর বন্ধুরা স্কুলে একটি আলাদা মেজাজ নিয়ে চলাফেরা করতেন। ‘রইস’ ছবির শুটিংয়ের সময় সেই চালচলনের কিছুটা প্রভাব পড়েছিল শাহরুখের অভিনয়ে।