Sanjay Dutt

মদের ব্যবসায় টাকা ঢালছেন সঞ্জয়, কেন এই পথ বেছে নিলেন অভিনেতা?

হঠাৎ মদের ব্যবসায় কেন সঞ্জয় বিনিয়োগ করলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি সঞ্জয়কে আর অভিনয় করতে দেখা যাবে না?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৬:৩২
Share:
০১ ১৫

শুধু অভিনয় নয়, তার পাশাপাশি মদের ব্যবসাতেও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। বিদেশ থেকে ব্লেন্ডেড স্কচ ভারতে আমদানি করা হয়, এমন সংস্থার সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি।

ছবি: সংগৃহীত।

০২ ১৫

আশির দশকের গোড়ায় বলিপাড়ায় পা রেখেছিলেন সঞ্জয়। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর চর্চিত ছিলেন তিনি। মদের ব্যবসায় বিনিয়োগ করে আবার চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৫

‘দ্য গ্লেনওয়াক’ নামে একটি সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়। কানাঘুষো শোনা যাচ্ছে, ভারতীয় বাজারে তিন বছর পুরনো ব্লেন্ডেড স্কচ হুইস্কির দাম ১৫০০ টাকা পর্যন্ত ছুঁতে পারে।

প্রতীকী ছবি।

০৪ ১৫

দ্য গ্লেনওয়াক’ ব্লেন্ডেড স্কচ হুইস্কির মধ্যে ১৫ শতাংশ মল্ট এবং ৮৫ শতাংশ শস্য থাকে।

প্রতীকী ছবি।

০৫ ১৫

হঠাৎ মদের ব্যবসায় কেন সঞ্জয় বিনিয়োগ করলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি সঞ্জয়কে আর অভিনয় করতে দেখা যাবে না? না কি ব্যবসায় বিনিয়োগ করেই উপার্জনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি?

ছবি: সংগৃহীত।

০৬ ১৫

বলিপা়ড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, সঞ্জয় বরাবর স্কচ হুইস্কি খেতে ভালবাসেন। সাধারণত দু’টুকরো বরফ দিয়েই স্কচ হুইস্কি পান করেন তিনি। স্কচ হুইস্কি পান করতে ভালবাসেন বলেই এই ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

০৭ ১৫

সঞ্জয়ের অনুরাগীরা জানিয়েছেন, সঞ্জয় তাঁর মনের মতো ব্যবসায় টাকা ঢেলেছেন। এই কাজ করে আনন্দও পাবেন তিনি।

ছবি: সংগৃহীত।

০৮ ১৫

শুধুমাত্র মদের ব্যবসাতেই নয়, পাশাপাশি ক্রিকেটের একটি দলও কিনেছেন সঞ্জয়।

প্রতীকী ছবি।

০৯ ১৫

শাহরুখ খান এবং প্রীতি জ়িন্টার পর বলি তারকাদের তালিকায় নাম লেখালেন সঞ্জয়।

ছবি: সংগৃহীত।

১০ ১৫

আইপিএলে কলকাতা দলের মালিক শাহরুখ। এ ছাড়া বিশ্বের আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর দল রয়েছে। অন্য দিকে, পঞ্জাব দলের মালিক প্রীতি।

ছবি: সংগৃহীত।

১১ ১৫

জিম্বাবোয়েতে শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। জিম্বাবোয়ের হারারে শহরের একটি দল কিনেছেন সঞ্জয়।

ছবি: সংগৃহীত।

১২ ১৫

শাহরুখ এবং প্রীতির পর দীর্ঘ দিনের পর আবার বলিউডের প্রথম সারির কোনও অভিনেতাকে ক্রিকেটের দল কিনতে দেখা গেল।

ছবি: সংগৃহীত।

১৩ ১৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই তালিকায় নতুন সংযোজন হল জিম্বাবোয়ে। সে দেশে নয় দিনের এই লিগে খেলবে পাঁচটি দল। নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে জিম অ্যাফ্রো টি১০।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫

আগামী ২০ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ম্যাচই হবে হারারেতে।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫

সঞ্জয় কিনেছেন হারারে হারিকেন্স দল। দলের অন্যতম মালিক তিনি। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্ম ভাবে এই দলটি কিনেছেন সঞ্জয়।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement