Anshula Kapoor

‘মা-ছেলের মতো দেখতে লাগছে’! অর্জুনের পর সঙ্গীকে নিয়ে কটাক্ষের শিকার বোন অংশুলাও

রংমিলান্তি করে পোশাক পরে দিওয়ালির পার্টিতে গিয়েছিলেন অংশুলা কপূর এবং রোহন ঠক্কর। রেখেছিলেন হাতে হাত। কিন্তু সমালোচনা কেন ঘিরে ধরল এই জুটিকে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৪২
Share:
০১ ২১

বলি অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর। বয়সের পার্থক্য নিয়ে নানা রকম মন্তব্য শুনতে হয়েছিল অর্জুনকে। সম্পর্ক নিয়ে এ বার কটাক্ষের শিকার হলেন অভিনেতার বোন অংশুলা কপূর।

০২ ২১

চলতি মাসের শুরু থেকেই বলিপাড়ায় চলছে দীপাবলির উদ্‌যাপন। বলি তারকাদের বাড়ি সেজে উঠেছে আলোয়। দীপাবলি উপলক্ষে আয়োজনেরও শেষ নেই। সম্প্রতি একটি দিওয়ালি পার্টিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অংশুলা।

Advertisement
০৩ ২১

অংশুলার পাশে ছিলেন তাঁর প্রেমিক রোহন ঠক্কর। হাতে হাত রেখে প্রেমিকের সঙ্গে এই প্রথম জনসমক্ষে দেখা দিলেন অংশুলা। তার পরেই কটাক্ষ এবং তীব্র সমালোচনার শিকার হন তিনি।

০৪ ২১

দিওয়ালির পার্টিতে অংশুলা এবং রোহনকে একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখা যায়। অংশুলার পরনে ছিল লাল রঙের লেহঙ্গা। রোহনের পরনে ছিল লাল রঙের শেরওয়ানি। রংমিলান্তি করে পোশাক পরে পার্টিতে গিয়েছিলেন অংশুলা এবং রোহন। রেখেছিলেন হাতে হাত। কিন্তু সমালোচনা কেন ঘিরে ধরল এই জুটিকে?

০৫ ২১

অর্জুন অভিনয় জগতের সঙ্গে যুক্ত হলেও অভিনয় থেকে শতহস্ত দূরে অংশুলা। অভিনয় করেন না তাঁর প্রেমিক রোহনও। তিনি পেশায় চিত্রনাট্যকার। একাধিক ভাষায় কাজ করতে দেখা যায় রোহনকে।

০৬ ২১

অংশুলা এবং রোহনের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটব্যবহারকারীরা অংশুলার উদ্দেশে নানা রকম তির্যক মন্তব্য করতে শুরু করেন। অংশুলার উচ্চতার চেয়ে রোহনের উচ্চতা সামান্য কম। সে বিষয়টি নেটব্যবহারকারীদের একাংশের নজরে পড়ে। তা নিয়েই কটাক্ষের শিকার হন অংশুলা।

০৭ ২১

রোহনের উচ্চতা কম হওয়ায় নেটব্যবহারকারীদের কেউ কেউ বলেন, ‘‘তুমি চেয়েছিলে তোমার প্রেমিকের উচ্চতা তোমার চেয়ে কম হোক। যখন খুশি কোলে নিয়ে ঘুরতে পারবে।’’

০৮ ২১

নেটব্যবহারকারীদের অনেকে বলেন, ‘‘প্রেমিকের উচ্চতা এত কম! দেখতে তো মা-ছেলের মতো লাগছে।’’ প্রথম বার প্রেমিকের হাত ধরে জনসমক্ষে আসার পর এই ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হয়ে যদিও কোনও মন্তব্য করেননি অংশুলা।

০৯ ২১

মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ানোর পরেও একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল অর্জুনকে। আরবাজ় খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদের জন্য অর্জুনকেই দায়ী করেন অনেকে।

১০ ২১

অর্জুন এবং মালাইকার বয়সের পার্থক্য অনেকটাই বেশি। মালাইকার চেয়ে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। বয়সের পার্থক্য বেশি হওয়া সত্ত্বেও কী করে মালাইকার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করা হয়েছিল অর্জুনকে।

১১ ২১

মালাইকা এবং অর্জুনের ছবি দেখে নেটব্যবহারকারীদের কেউ কেউ মন্তব্য করেছিলেন, ‘‘অর্জুন এবং মালাইকাকে একসঙ্গে দেখে মনে হয় যেন মা তাঁর ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন।’’

১২ ২১

বলিপাড়া সূত্রে খবর, ২০২২ সালের গোড়া থেকে রোহনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অংশুলা। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও রকম মন্তব্য না করলেও কপূর পরিবারের সদস্যেরা তাঁদের সম্পর্কের ব্যাপারে জানেন।

১৩ ২১

রোহনের সঙ্গে বাইরেও ঘুরতে যান অংশুলা। সমাজমাধ্যমে মাঝেমধ্যে রোহনের সঙ্গে ছবিও পোস্ট করেন অংশুলা। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, রোহনের সঙ্গে নাকি শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুনের বোন।

১৪ ২১

কানাঘুষো শোনা যাচ্ছে, অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্কের ভিত নাকি নড়ে গিয়েছে। অভিনেত্রীর ৪৮তম জন্মদিনে মালাইকার সঙ্গে ছিলেন না অর্জুন। দুবাইয়ে অর্জুনহীন জন্মদিন পালন করেন মালাইকা।

১৫ ২১

সম্প্রতি কপূর পরিবারের তরফে দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অর্জুন উপস্থিত থাকলেও মালাইকার দেখা মেলেনি।

১৬ ২১

অন্য দিকে পরিবার এবং বোন অমৃতা অরোরার সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করলেন মালাইকা। সেখানেও অভিনেত্রীর পাশে ছিলেন না অর্জুন।

১৭ ২১

সম্পর্কে জড়ানোর পর ছবিশিকারীদের ক্যামেরার লেন্সে মাঝেমধ্যেই একসঙ্গে ধরা পড়তেন অর্জুন এবং মালাইকা। ডিনার বা লাঞ্চ ডেটের পাশাপাশি দেশবিদেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে ঘুরতেও যেতেন তারকা জুটি। কিন্তু গত কয়েক মাস থেকে একসঙ্গে দেখা যাচ্ছে না দু’জনকে।

১৮ ২১

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অর্জুন এবং মালাইকার বিচ্ছেদের নেপথ্যে নাকি রয়েছেন সমাজমাধ্যম প্রভাবী কুশা কপিলা। অর্জুনের সঙ্গে তাঁর বন্ধুত্ব নাকি হঠাৎ করেই গাঢ় হয়ে গিয়েছে বলে বলিপাড়ার একাংশের দাবি।

১৯ ২১

অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে কুশা এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমাকে অযথাই খলনায়িকা বানানো হচ্ছে। তবে আমি এটাও বুঝেছি যে, সবাই আমার বিষয়ে সব সময় ভাল কথা বলবেন না। সেই ভাবনা থেকে আমি বেরিয়ে এসেছি। সবার মতামত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই। নিজেকে যতটা শান্ত রাখতে পারা যায়, আমি এখন সেই চেষ্টা করি।’’

২০ ২১

২০১৭ সালে এক বহুজাতিক সংস্থার কর্মী জ়োরাবর সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল কুশার। চলতি বছরে ছ’বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন তিনি।

২১ ২১

বলিপাড়ার একাংশের দাবি, অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ করে দিয়েছেন মালাইকা। তাতেই অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্কের সমীকরণ নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। মালাইকার জন্মদিনের পর দীপাবলি উপলক্ষে তারকা জুটি একসঙ্গে না থাকায় সেই সন্দেহ আরও জোরালো হয়ে উঠেছে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement