সুশান্ত চৌধুরীর সঙ্গে মেয়ে সুতপা চৌধুরীর কোনও সম্পর্ক ছিল না। বরাবর এমনটাই দাবি করে এসেছেন নিহত সুতপার বাবা স্বাধীন চৌধুরী। কিন্তু উল্টো সুরও রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুশান্ত এবং সুতপার ঘনিষ্ঠ কিছু ছবি শেয়ার করা হয়েছে ‘তপন ওয়াইটি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। ওই ছবিগুলি ফেসবুকে সুশান্ত চৌধুরীকে ট্যাগ করা হয়েছে। শেয়ার করা সেই সব ছবিই এখানে ব্যবহার করা হয়েছে। যদিও এই সব ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
কোনও একটি জায়গায় সুশান্ত এবং সুতপাকে ‘কাছাকাছি’ অবস্থায় দেখা গিয়েছে। দু’জনের ‘ঘনিষ্ঠতা’র মেজাজই ধরা পড়েছে সেই সব ছবিগুলিতে।
ছবিগুলি শেয়ার করে সুতপার বাবার উদ্দেশে প্রশ্নও ছুড়ে দিয়েছেন পোস্টদাতা ‘তপন ওয়াইটি’।
‘তপন ওয়াইটি’ নামে ওই পোস্টদাতার বক্তব্য, ‘ছবিগুলো দেখে তো মনে হচ্ছে সুশান্ত এবং সুতপার মধ্যে একটা ভাল সম্পর্ক ছিল।’
পোস্টদাতার প্রশ্ন, ‘সুশান্ত সুতপাকে উত্ত্যক্ত করত বা হুমকি দিত— এই অভিযোগগুলি মিথ্যা নয় তো?’
‘তপন ওয়াইটি’ নামে ওই পোস্টদাতার আরও প্রশ্ন, ‘সুশান্ত এবং সুতপার সম্পর্কের অবনতির জন্য এবং তাদের এই চরম পরিণতির জন্য মেয়েটির বাবা স্বাধীনবাবু দায়ী নন তো?’
ওই ছবিগুলি কোথায় তোলা হয়েছে বা কবে তোলা হয়েছে সে সম্পর্কে অবশ্য কোনও তথ্য দেননি পোস্টদাতা।
ছবিতে সুতপার সঙ্গে যে মেজাজে সুশান্তকে দেখা গিয়েছে তা দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে যে অসম্ভব তা মনে করছেন অনেকে।
সুশান্ত এবং সুতপার মোট ন’টি ছবি ফেসবুকে শেয়ার করেছেন ‘তপন ওয়াইটি’ নামে ওই পোস্টদাতা।
ছবিগুলি শুক্রবার পোস্ট করা হয়েছে ‘তপন ওয়াইটি’ নামের ওই অ্যাকাউন্ট থেকে। সেই সব ছবি বহু বার শেয়ারও হয়েছে ঝড়ের গতিতে। আনন্দবাজার অনলাইনের তরফে ‘তপন ওয়াইটি’ নামের ওই অ্যাকাউন্টে মেসেঞ্জার কল করা হয়। কিন্তু যোগাযোগ করা হয়নি।