Anirudh Agarwal

আইআইটি থেকে পাশ করে বি গ্রেড ছবিতে অভিনয়, এখন কী করছেন হিন্দি সিনেমার জনপ্রিয় ‘ভূত’?

অভিনয়ে নামবেন বলে ইঞ্জিনিয়ারের চাকরিও ছেড়ে দেন অনিরুদ্ধ। রামসে ব্রাদার্সের সঙ্গে একের পর এক হরর ঘরানার ছবিতে অভিনয় করেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৩:৪৯
Share:
০১ ১৫

কখনও ‘ভ্যাম্পায়ার’ কখনও বা ‘ভূত’! হিন্দি ফিল্মজগতে হরর ঘরানার ছবি মানেই বড় পর্দায় ভেসে উঠবে সেই পরিচিত মুখ। আশি থেকে নব্বইয়ের দশকে ‘ভূত’ হিসাবেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন অনিরুদ্ধ আগরওয়াল।

ছবি: সংগৃহীত।

০২ ১৫

ছোটবেলা থেকেই খেলাধূলার প্রতি আগ্রহ ছিল অনিরুদ্ধের। অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন, তা কখনও ভাবেননি তিনি। কিন্তু এক বার অভিনয় শুরু করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। হরর ঘরানার সমস্ত ছবির প্রস্তাব যেন অনিরুদ্ধের ঝুলিতেই আসত।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৫

১৯৪৯ সালের ২০ ডিসেম্বর উত্তরাখণ্ডের দেহরাদূনে জন্ম অনিরুদ্ধের। বাবা-মা এবং দশ ভাইবোনের সঙ্গে দেহরাদূনেই থাকতেন তিনি। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা নিয়েও ব্যস্ত থাকতেন অনিরুদ্ধ।

প্রতীকী চিত্র।

০৪ ১৫

স্কুলের দলের প্রতিনিধিও ছিলেন অনিরুদ্ধ। উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হলে সেখানেও খেলাধূলার জন্য পরিচিতি পান তিনি। রুরকি আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিংপাশ করেন তিনি।

প্রতীকী চিত্র।

০৫ ১৫

পড়াশোনা শেষ করে মুম্বইয়ে চলে যান অনিরুদ্ধ। সেখানে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কাজে যোগ দেন তিনি। কিন্তু সুখ বেশি দিন থাকেনি তাঁর। গভীর অসুখ ধরা পড়ে অনিরুদ্ধের।

প্রতীকী চিত্র।

০৬ ১৫

পিটুইটারি গ্রন্থিতে টিউমার ধরা পড়ায় অনিরুদ্ধের উচ্চতার পাশাপাশি মুখের গড়নও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। নিজের জীবন নিয়ে মুষড়ে পড়েছিলেন তিনি।

প্রতীকী চিত্র।

০৭ ১৫

হঠাৎ অনিরুদ্ধের এক বন্ধু তাঁকে খবর দেন, মুম্বইয়ে ‘রামসে ব্রাদার্স’ আসছেন। তাঁদের ছবির জন্য নতুন মুখের সন্ধানে রয়েছেন। আশির দশকে হিন্দি ফিল্মজগতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন রামসে ব্রাদার্স। রামসে ব্রাদার্স নির্মিত হরর ঘরানার ছবি দেখার জন্য মুখিয়ে থাকত দর্শক।

ছবি: সংগৃহীত।

০৮ ১৫

বন্ধুর কথামতো রামসে ব্রাদার্সের ছবির জন্য অডিশন দিতে যান অনিরুদ্ধ। যে অসুখ নিয়ে মুষড়ে পড়েছিলেন, সেটাই যেন বর হয়ে এল অনিরুদ্ধের জীবনে। মুখের গড়ন এবং উচ্চতা দেখে ছবি নির্মাতারা পছন্দ করে ফেললেন অনিরুদ্ধকে।

ছবি: সংগৃহীত।

০৯ ১৫

অভিনয়ে নামবেন বলে ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন অনিরুদ্ধ। রামসে ব্রাদার্সের সঙ্গে একের পর এক হরর ঘরানার ছবিতে অভিনয় করেন তিনি। ‘বীরানা’, ‘পুরানা মন্দির’, ‘বন্ধ দরওয়াজা’ ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

ছবি: সংগৃহীত।

১০ ১৫

কেরিয়ারের প্রয়োজনে নিজের নামও বদলে ফেলেন অনিরুদ্ধ। বলিপাড়ায় অজয় নামে পরিচিত ছিলেন তিনি। হিন্দি ছবির পাশাপাশি ইংরেজি ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। ‘দ্য জঙ্গল বুক’ এবং ‘সাচ আ লং জার্নি’র মতো ইংরেজি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি।

ছবি: সংগৃহীত।

১১ ১৫

বড় পর্দার পাশাপাশি ধারাবাহিকেও কাজ করেছেন অনিরুদ্ধ। ‘শক্তিমান’, ‘মানো ইয়া না মানো’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু অভিনয়জগতেও তাঁর দিন ফুরিয়ে আসে।

ছবি: সংগৃহীত।

১২ ১৫

পুরনো এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ জানিয়েছিলেন, তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব এলেও তা খুবই কম ছিল। খুব বেশি রোজগার করতে পারতেন না তিনি। ২০১০ সালে বলিপাড়া থেকে অবসর নিয়ে নেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৫

আইআইটি থেকে পড়াশোনা করার পর চাকরি ছেড়ে বি গ্রেড ছবিতে অভিনয় শুরু করেছিলেন অনিরুদ্ধ। বর্তমানে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে অবসর জীবন কাটাচ্ছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫

অনিরুদ্ধের কন্যা কপিলা আগরওয়াল এক জন স্থপতি। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বান্টি অওর বাবলি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কপিলাকে।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫

বাবার পদাঙ্ক অনুসরণ করে হিন্দি ছবিতে অভিনয় করেছেন অনিরুদ্ধের পুত্র অসীম আগরওয়াল। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাইট ক্লাব: মেম্বার্স ওনলি’ ছবিতে কাজ করেছেন অসীম।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement