Kavya Maran

গ্ল্যামারে ভরা আইপিএলে ‘কাব্যিক’ ছোঁয়া, চেনেন হায়দরাবাদ দলের সুন্দরী সিইও কাব্য মারানকে?

কখনও উৎকণ্ঠা, কখনও বা উচ্ছ্বাস— নিলাম চলাকালীন ঘুরেফিরে তাঁর নানা অভিব্যক্তি ধরছিল টেলিভিশন ক্যামেরার মুখ। সে সব দেখে নেটমাধ্যমে অনেকেরই প্রশ্ন, সানরাইজার্স হায়দরাবাদের মহিলাটি কে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৩
Share:
০১ ১৫

২০০৮ সালে আইপিএলের আসর যখন প্রথম বার বসে, গোটা বিশ্ব জেনেছিল ক্রিকেটে এ বার রাজসিক অনুপ্রবেশ হল গ্ল্যামারের। সেই গ্ল্যামারের ছটা ছড়িয়ে আসছে গত দেড় দশক। শাহরুখ থেকে শিল্পা শেট্টি, জুহি চাওলা থেকে প্রীতি জিন্টা— লক্ষ ওয়াটের হ্যালোজেনেই মাত হয়েছিল গোটা বিশ্ব।

০২ ১৫

গ্ল্যামার আর প্রতিযোগিতামূলক মনোভাবের নিরিখে যখন আইপিএল বিশ্বের বাকি প্রতিযোগিতাগুলিকে বলে বলে বিশ গোল দিচ্ছে, ঠিক তখনই ‘কাব্য’ প্রবেশ করল সেই মহামিলনের মঞ্চে। গ্ল্যামার চুঁইয়ে পড়া আইপিএল হয়ে উঠল কাব্যিক। সাদা পাতায় নীল কলমের আঁচড়ে লেখা কাব্য নয়, এ রক্তমাংসের কাব্য। আইপিএলের মেগা আসরের অন্যতম ‘মহাকাব্য’।

Advertisement
০৩ ১৫

কখনও উৎকণ্ঠা, কখনও বা উচ্ছ্বাস— নিলাম চলাকালীন ঘুরেফিরে তাঁর নানা অভিব্যক্তি ধরছিল টেলিভিশন ক্যামেরার মুখ। সে সব দেখে নেটমাধ্যমে অনেকেরই প্রশ্ন, সানরাইজার্স হায়দরাবাদের এই মহিলা কে?

০৪ ১৫

তিনি হায়দরাবাদের প্রতিনিধিত্বকারী আইপিএল দলের মালকিন, কাব্য মারান। যাঁর সৌন্দর্যে মাতোয়ারা পুরুষকুল। স্বভাব কবিরা পাতা ভরাচ্ছেন কাব্যকে নিয়ে কাল্পনিক মহাকাব্য রচনা করে।

০৫ ১৫

সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং সহ-মালকিন কাব্য। দলের খেলোয়াড়দের নিয়ে যখন নিলাম চলে, ইদানীং সব ক্যামেরার লেন্স তাঁকেই তাক করে থাকে। তিনিই দলের হর্তাকর্তা, বিধাতা।

০৬ ১৫

কিন্তু জানেন কি, কে এই কাব্য মারান? কোথা থেকে উঠে এসে সকলের চোখ টেনে নিলেন তিনি! কী তাঁর পরিচয়? কেনই বা তাঁকে ঘিরে যাবতীয় আকর্ষণ? আসুন, জেনে নেওয়া যাক, কাব্যকে নিয়ে সব প্রশ্নের উত্তর।

০৭ ১৫

হায়দরাবাদের সান গোষ্ঠীর চেয়ারম্যান তথা ‘মিডিয়া ব্যারন’ কালানিধি মারানের মেয়ে কাব্য। বাবার সঙ্গে মেয়েও হায়দরাবাদ সানরাইজার্স দলের মালকিন। ২০১৮ সাল থেকে কাব্য দলের সিইও হিসাবে আছেন। কিন্তু পাদপ্রদীপের তলায় আসেন গত বছর নিলামের সময়।

০৮ ১৫

চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর এমবিএ ডিগ্রি নিতে আমেরিকায় গিয়েছিলেন কাব্য। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিওনার্ড স্টার্ন স্কুল অব বিজনেস থেকে বিজনেস ম্যানে়জমেন্টের পড়াশোনা শেষে দেশে ফেরেন। তার পর পারিবারিক ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন কাব্য।

০৯ ১৫

আইপিএল দল ছাড়া সান মিউজিক এবং সান টিভি-র এফএম রেডিয়ো চ্যানেলের সঙ্গেও যুক্ত রয়েছেন কাব্য। মিডিয়া ব্যারন কলানিধির মেয়ের রাজনীতির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

১০ ১৫

অনেকেই হয়তো জানেন না, কাব্যর বাবা সম্পর্কে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি। তবে রাজনৈতিক পরিমণ্ডলে বড় হলেও সক্রিয় রাজনীতির বদলে ব্যবসাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন কাব্য। ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের ভাইঝি বাবার ব্যবসার দিকেই ঝুঁকেছেন।

১১ ১৫

১৯৯২ সালের ৬ অগাস্ট কালানিধি এবং কাবেরী মারানের কোলে জন্ম কাব্যর। ছোট থেকেই ব্যবসায়িক পরিমণ্ডলে বেড়ে ওঠা। সেই সঙ্গে ক্রিকেটের প্রতি প্রেমও ছোট থেকেই। এহেন কাব্যর প্রেমে হাবুডুবু পুরুষের সংখ্যা যে কম নয়, তা বলাই বাহুল্য।

১২ ১৫

সানরাইজার্স কিনেছে কেপ টাউনের দল। ভারতে আইপিএল তখন না থাকায় গত বার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নিজের দলকে সমর্থন করতে গিয়েছিলেন কাব্য। সেখানেই আচমকা পেয়েছিলেন বিয়ের প্রস্তাব।

১৩ ১৫

দক্ষিণ আফ্রিকার ঘাসের গ্যালারিতে সে দিন এক দর্শককে বসে থাকতে দেখা গিয়েছিল। তাঁর হাতে ধরা ছিল একটি কার্ডবোর্ড। যেখানে লেখা, “কাব্য মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?” পাশে ছিল একটি লাল হৃদয়ের চিহ্ন।

১৪ ১৫

প্রতি বছরই নিলামে শক্তিশালী দল গড়ার চেষ্টা করে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু মাঠে নেমে প্রত্যেক বারই প্রাপ্তি ব্যর্থতা। ম্যাচের পর ম্যাচ গ্যালারিতে বিমর্ষ মুখে বসে থাকতে দেখা যায় দলের অন্যতম মালিক কাব্য মারানকে। কিন্তু তাঁকে এ ভাবে বসে থাকতে দেখতে ভাল লাগে না মেগা তারকা রজনীকান্তের। তামিল সিনেমার মহাতারকা একটি অনুষ্ঠানে এসে দলের মালিককে আরও শক্তিশালী দল গড়ার অনুরোধ পর্যন্ত করেছিলেন।

১৫ ১৫

বয়স সবে তিরিশের কোঠা পেরিয়েছে। প্রেমের সম্পর্কে আছেন, এমন কথাও শোনা যায় না। আবার ‘সিঙ্গল’ যে তা-ও মানতে নারাজ ভক্তকুল। আইপিএলের নিলামে লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তোলা কাব্যকে নিয়ে তাই চায়ের কাপের পাশাপাশি সুনামি ওঠে বিয়ারের গ্লাসেও।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement