Tunisha Sharma Death Case

প্রেম ছিল আরও এক সহ-অভিনেত্রীর সঙ্গে! তুনিশার মৃত্যুতে কি সত্যিই দায়ী প্রেমিক শীজ়ান?

অভিনেত্রী তুনিশা শর্মাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন তাঁর সহ-অভিনেতা শীজ়ান মহম্মদ খান, মুম্বই পুলিশের কাছে এমনই অভিযোগ মৃতার মায়ের। রবিবার ৪ দিনের পুলিশি হেফাজত হয়েছে শীজ়ানের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৩৪
Share:
০১ ১৮

বলিপাড়ায় আবার এক রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। শনিবার বিকেলে ধারাবাহিকের শুটিং সেট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলি অভিনেত্রী তুনিশা শর্মার। বছর কুড়ির তুনিশাকে নাকি আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন তাঁর সহ-অভিনেতা শীজ়ান মহম্মদ খান। মুম্বই পুলিশের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তুনিশার মা।

ছবি: ইনস্টাগ্রাম

০২ ১৮

তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শীজ়ানকে। রবিবার মুম্বইয়ের বাসি আদালত ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় অভিনেতাকে। ‘আলিবাবা: দাস্তান-এ-কাবুল’ ধারাবাহিকে তুনিশার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

Advertisement
০৩ ১৮

মুম্বইয়ের বাসিন্দা শীজ়ান। ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর জন্ম তাঁর। ছোটবেলা থেকে মুম্বইয়ে বেড়ে ওঠা শীজ়ানের। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি। বাবা-মা এবং দুই দিদিকে নিয়ে থাকতেন শীজ়ান।

ছবি: ইনস্টাগ্রাম

০৪ ১৮

শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন শীজ়ান। ২০১৩ সালে ছোট পর্দায় প্রথম অভিনয় তাঁর। ‘যোধা আকবর’ হিন্দি ধারাবাহিকে আকবরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

০৫ ১৮

‘যোধা আকবর’ ধারাবাহিকের শুট চলাকালীন গুরুতর চোট পান শীজ়ান। ২০১৫ সালে পা এবং হাতের বুড়ো আঙুলে চিড় ধরে তাঁর। সুস্থ হয়ে ওঠার পর আবার অভিনয় শুরু করেন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

০৬ ১৮

‘সিলসিলা প্যার কা’, ‘তারা ফ্রম সাতারা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘চন্দ্র নন্দিনী’, ‘এক থি রানি এক থা রাবণ’ হিন্দি ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে শীজ়ানকে। ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠছিলেন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

০৭ ১৮

সমাজমাধ্যমেও বেশ সক্রিয় শীজ়ান। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে অভিনেতার অনুরাগীর সংখ্যা দু’লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

ছবি: ইনস্টাগ্রাম

০৮ ১৮

‘চন্দ্র নন্দিনী’ ধারাবাহিকের শুট চলাকালীন তাঁর আলাপ হয় মৃণাল সিংহের সঙ্গে। ওই ধারাবাহিকে শীজ়ানের সহ-অভিনেত্রী হিসাবে কাজ করতেন মৃণাল।

ছবি: ইনস্টাগ্রাম

০৯ ১৮

শুরুর দিকে তাঁদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও ২০১৭ সালে ইনস্টাগ্রামে মৃণালের সঙ্গে তাঁর ছবি আপলোড করে জনসমক্ষে সম্পর্কের কথা স্বীকার করেন শীজ়ান।কিছু দিন পর যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

ছবি: ইনস্টাগ্রাম

১০ ১৮

২০২০ সালে ‘নজর ২’ ধারাবাহিকে অভিনয় শুরু করেছিলেন শীজ়ান। কিন্তু অতিমারির কারণে এই ধারাবাহিকের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়।

ছবি: ইনস্টাগ্রাম

১১ ১৮

২০২১ সালে আবার ছোট পর্দায় ফিরে আসেন শীজ়ান। ‘পবিত্র: ভরোসে কা সফর’ ধারাবাহিকে কাজ করেন তিনি। তার ঠিক এক বছর পর ‘আলিবাবা: দাস্তান-এ-কাবুল’ ধারাবাহিকে ‘আলিবাবা’ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এই ধারাবাহিকে কাজ করার সূত্রে তুনিশার সঙ্গে আলাপ হয় তাঁর। দু’জনের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়।

ছবি: ইনস্টাগ্রাম

১২ ১৮

শনিবার বিকেলে ধারাবাহিকের সেট থেকে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে জানা যায়, শ্বাসরোধ বা দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তুনিশার। অভিনেত্রীর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

ছবি: ইনস্টাগ্রাম

১৩ ১৮

তুনিশার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় ঝ়ড় ওঠে। সমাজমাধ্যমে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মুম্বই পুলিশ এই দাবি নস্যাৎ করে দেয়।

ছবি: ইনস্টাগ্রাম

১৪ ১৮

মেয়ের মৃত্যুর পর তুনিশার মা অভিযোগ জানান, শীজ়ানের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে গিয়েছিল। বিচ্ছেদের পরে অবসাদ থেকেই এই চরম পথ বেছে নিয়েছেন তুনিশা, অভিযোগ তাঁর মায়ের।

ছবি: ইনস্টাগ্রাম

১৫ ১৮

তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে শীজ়ানকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। তার পরেই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে শীজ়ানকে গ্রেফতার করা হয়।

ছবি: ইনস্টাগ্রাম

১৬ ১৮

শিশুশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ ধারবাহিক দিয়ে তাঁর অভিনয়জীবনের যাত্রা শুরু। ‘আলিবাবা: দাস্তান-এ-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

১৭ ১৮

শুধু হিন্দি ধারাবাহিকেই নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দবাং ৩’, ‘দুর্গা রানি সিংহ’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তুনিশাকে।‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’ ছবিতে ক্যাটরিনা কইফের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

১৮ ১৮

সমাজমাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ১২ লক্ষ। সদা হাসিখুশি তরুণী সেটে সবার সঙ্গে বেশ মজা করে কথা বলতেন বলেই জানা গিয়েছে।কিন্তু হঠাৎ তিনি এমন পথ কেন বেছে নিলেন তা নিয়ে স্তম্ভিত বলিপাড়া।

ছবি: ইনস্টাগ্রাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement