বলিপাড়ায় এখন অন্যতম চর্চার বিষয় অজয় দেবগন এবং কাজলের মেয়ে নায়সা। সম্প্রতি টিনসেল নগরীতে দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে নায়সার সাজপোশাকের ছবি দেখে বলিপাড়ার বেশির ভাগই অবাক। কয়েক মাসের মধ্যে অজয়-কন্যার এই পরিবর্তন কী ভাবে হল, তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন অনেকেই।
পোশাকশিল্পী অনিতা ডোংরে তারকা-কন্যার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করার পর অনেকেই সেই ছবিতে মন্তব্য করেছেন, ‘‘নায়সাকে তো চেনাই যাচ্ছে না।’’ অনেকে আবার তাঁর আগেকার ছবির পাশে এখনকার ছবি বসিয়ে কটাক্ষও করেছেন।
তবে, নায়সা এই প্রথম কটাক্ষের শিকার হননি। এর আগেও বহু বার বিতর্ক হয়েছে তাঁকে ঘিরে।
সম্প্রতি পুরুষবন্ধুর সঙ্গে পার্টিতে যেতে দেখা গিয়েছিল নায়সাকে। নেটিজেনদের অনেকেই তাঁকে ‘পুরুষঘেঁষা’ বলে দাগিয়ে দেন। এত কম বয়সে মদ্যপান করা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ওরহান আবর্তমানির সঙ্গে নায়সার বিশেষ বন্ধুত্ব নিয়েও জলঘোলা কম হয়নি। কানাঘুষো শোনা যায়, জাহ্নবী কপূরের প্রেমিক ওরহান।
এই মুহূর্তে টিনসেল নগরীর অন্যতম চর্চিত যুবক তিনি। তাঁর সঙ্গে নায়সার এমন বন্ধুত্ব নিয়েও কৌতূহলী বলিপাড়ার অনেকেই।
চলতি বছরের এপ্রিল মাসে ১৯ বছর বয়সে পা দিলেন নায়সা। বড় পর্দায় কবে তাঁকে দেখা যাবে তা নিয়ে জল্পনার শেষ নেই।
মুম্বইয়ের ধীরুভাই অম্বানী স্কুলে পড়াশোনা নায়সার।
তার পর উচ্চশিক্ষার জন্য তিনি সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া কলেজে ভর্তি হন।
নায়সা খোলামেলা স্বভাবের। রূপচর্চার চেয়ে জীবনচর্যার দিকেই বেশি নজর তাঁর।
নারী বলে জীবনযাত্রা কিংবা গতিবিধি নিয়মে বেঁধে ফেলতে হবে, এমনটা একেবারেই মনে করেন না নায়সা।
গায়ের রং, মেক আপ এবং পোশাক নিয়ে বহু বার ‘ট্রোলিং’-এর শিকার হয়েছেন তিনি।
২০১৯ সালের মে মাসে অজয় দেবগনের বাবা বীরু দেবগন প্রয়াত হন। মৃত্যুর ঠিক পরের দিন নায়সার পার্লার যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা।
এমনকি, নায়সা নিজেও সমাজমাধ্যমে একটি নিজস্বী পোস্ট করেন। এই শোকের আবহে পার্লারে যাওয়ার মতো মানসিক অবস্থা কী ভাবে হয় তা নিয়ে কটাক্ষের শিকার হন নায়সা।
সেই সময়ে নায়সার পাশে দাঁড়ান অজয়। তিনি এক সাক্ষাৎকারে জানান, তাঁর বাড়িতে সকলেই শোকাহত। নায়সাও মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলেন। তাঁকে সামলানো যাচ্ছিল না বলে জানান অজয়।
মেয়ের মন ভাল করার জন্য তিনি নায়সাকে বলেন বাইরে থেকে ঘুরে আসতে। নায়সা প্রথমে যেতে না চাইলেও পরে অজয় তাঁকে জোর করায় নায়সা পার্লারে যান।
সেখানে গিয়ে ছবি তুলে দিতেই সমাজমাধ্যম জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই প্রসঙ্গে অজয় জানান, প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে। শুধু মাত্র বাইরে থেকে দেখে বিচার করে তাঁর প্রতি বিরূপ মনোভাব পোষণ করা খুবই সহজ।
সত্যি জানার চেষ্টা না করে এই ধরনের মন্তব্য করা নিয়েও বিরক্ত হন অজয় এবং কাজল।
পোশাক নির্বাচন নিয়েও নেচিবাচক মন্তব্যের শিকার হন নায়সা। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ডেনিম জিন্সের উপর ক্রপ টপ পরেছিলেন তিনি।
পুজো দিতে যাওয়ার সময় চিরাচরিত পোশাক না পরে এই ধরনের পোশাক পরেছেন বলে তাঁকে নিয়ে কুমন্তব্য করেন অনেকেই।
প্রথম দিকে নায়সা নেটিজেনদের এমন ব্যবহারে দুঃখ পেলেও এখন তিনি নিন্দকদের গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দেন বলেও সম্প্রতি জানিয়েছেন।