দশ বছর ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বলি অভিনেতার সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। ঐশ্বর্যা রাই বচ্চন, ইরফান খান, সিদ্ধার্থ মলহোত্র, ক্যাটরিনা কইফের মতো বলি তারকাদের সঙ্গে কাজ করেছেন প্রিয়া বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কী করছেন এই বাঙালি নায়িকা?
১৯৯০ সালে ১৬ এপ্রিল কলকাতায় এক বাঙালি পরিবারে জন্ম প্রিয়ার। কলকাতায় জন্ম হলেও শৈশবেই পরিবার-সহ কানাডায় চলে যান তিনি।
কানাডার আলবের্তায় গিয়ে থাকতে শুরু করেন প্রিয়া। কানাডাতেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি।
ছয় বছর ধরে কত্থকের প্রশিক্ষণ নেন প্রিয়া। কানাডার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানও করেছেন তিনি। নৃত্যের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতেও পারদর্শী প্রিয়া।
গানবাজনার সঙ্গে জড়িত ছিলেন প্রিয়ার বাবা। তিনি চাইতেন যে, প্রিয়া যেন সঙ্গীত নিয়েই নিজের কেরিয়ার তৈরি করেন। কিন্তু গায়িকা নন, অভিনেত্রী হিসাবেই নিজের পেশা বেছে নেন প্রিয়া।
২০১১ সালে কানাডার একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রিয়া। দর্শকের কাছে বহুল প্রশংসাও পান তিনি। তার এক বছর পর মুম্বইয়ে যান প্রিয়া।
বলি অভিনেতা অনুপম খেরের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন প্রিয়া। প্রশিক্ষণ চলাকালীন পরিণীতি চোপড়া এবং বরুণ ধবনের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগও পান তিনি।
২০১৩ সালে বড় পর্দায় কাজ শুরু করেন প্রিয়া। ‘কিস’ নামের একটি তেলুগু ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তার পরের বছর আরও একটি তেলুগু ছবিতে দেখা যায় নায়িকাকে।
২০১৪ সালে ‘জোরু’ নামে একটি তেলুগু ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেন তিনি। সন্দীপ কিসান এবং রাশি খন্নার মতো দক্ষিণী তারকাদের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়া।
২০১৫ সালে বলিপাড়ায় কাজ শুরু করেন প্রিয়া। ‘জজ়বা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর প্রথম হিন্দি ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চন এবং ইরফান খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন প্রিয়া।
এর পর আরও কয়েকটি হিন্দি ছবিতে প্রিয়া অভিনয় করলেও সেগুলি ব্যবসা করতে পারেনি। ক্যাটরিনা কইফ এবং সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বার বার দেখো’ ছবিতে কাজ করেছিলেন প্রিয়া। কিন্তু সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
তেলুগু এবং হিন্দি ছবির পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজ়েও অভিনয় করতে শুরু করেন প্রিয়া। ‘বারিশ’, ‘সোশ্যাল’, ‘রেন’, ‘হ্যালো মিনি’, ‘টুইস্টেড ৩’-এর মতো বহু ওয়েব সিরিজ়ে কাজ করেছেন তিনি।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘রানা নাইডু’ ওয়েব সিরিজ়ে রানা দগ্গুবতী, ভেঙ্কটেশ দগ্গুবতী, সুরভিন চাওলার মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়া।
ইতিমধ্যেই নিজের অনুরাগী মহল তৈরি করে ফেলেছেন প্রিয়া। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা নয় লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।
বলিপাড়ার এক অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রিয়া। প্রতীক বব্বরের সঙ্গে সম্পর্কে থাকার কথা সমাজমাধ্যমে ঘোষণাও করেছেন তিনি।
প্রিয়া এবং প্রতীক— দু’জনের নামের আদ্যক্ষর যথাক্রমে পি এবং বি। ‘পিবি’ লিখেই অভিনেত্রী তাঁর কাঁধে ট্যাটু করিয়েছেন। সামনে লাল রং দিয়ে ভালবাসার উল্কি আঁকা রয়েছে। অন্য দিকে আঁকা ‘ইনফাইনাইট’ চিহ্ন। একই রকম প্রতীক তাঁর হাতেও আঁকিয়েছেন।
প্রতীক এক সাক্ষাৎকারে জানান যে, ২০২২ সাল থেকে একে অপরকে চেনেন তাঁরা। অভিনেতার এক বন্ধুর মাধ্যমেই প্রিয়ার সঙ্গে তাঁর আলাপ হয়। এক বছর গোপনে সম্পর্কে থাকার পর তাঁরা ঘোষণা করার সিদ্ধান্ত নেন।
প্রিয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করি। আমাদের কাজ নিয়ে আলোচনা হোক। কিন্তু সম্পর্ক নিয়ে কোনও রকম আলোচনা হোক তা আমরা চাই না। কাজই আমাদের পরিচয় দেয়।’’