সম্প্রতি এক পাকিস্তানি মহিলার সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে রিল্যায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান তথা ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীকে।
ওই পাক মহিলার সঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন মুকেশ-কন্যা ইশা অম্বানীও। তার পর থেকেই ওই মহিলাকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে মানুষের মনে। হইচই পড়েছে সমাজমাধ্যমে।
পাকিস্তানের ওই মহিলার নাম শর্মিলা সাহেবা ফারুকি। ৪৬ বছর বয়সি শর্মিলা পেশায় রাজনীতিবিদ।
সম্প্রতি স্ত্রী-কন্যাকে নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরতে গিয়েছেন মুকেশ। প্যারিস অলিম্পিক্সে কয়েকটি প্রতিযোগিতা দেখারও কথা রয়েছে তাঁদের।
প্যারিসে ডিজ়নিল্যান্ডে ঘোরার সময় শর্মিলার সঙ্গে দেখা হয়ে গিয়েছে অম্বানীদের। সেখানেই তাঁরা কুশল বিনিময় করেছেন। একসঙ্গে ছবিও তুলেছেন। সেই ছবিই প্রকাশ্যে এসেছে।
ইনস্টাগ্রামে শর্মিলার শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে, ডিজ়নিল্যান্ডে নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মুকেশ। তাঁদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শর্মিলা এবং তাঁর পরিবারও।
ইশা অম্বানীর সঙ্গেও ইনস্টাগ্রামে একটি নিজস্বী পোস্ট করেছেন পাক রাজনীতিবিদ শর্মিলা।
শর্মিলা পাকিস্তানি রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জ়ারদারির দল পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি)-র নেত্রী।
১৯৭৮ সালের ২৫ জানুয়ারি করাচিতে পাকিস্তানের এক প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারে শর্মিলার জন্ম।
পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী এনএম উকাইলির নাতনি শর্মিলা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ঘনিষ্ঠ সহযোগী সলমন ফারুকি সম্পর্কে শর্মিলার মামা।
শর্মিলার বাবা উসমান ফারুকিও পিপিপি দলের প্রাক্তন নেতা এবং পাকিস্তান স্টিল মিলসের প্রাক্তন চেয়ারম্যান। ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। ২০২১ সালে মারা যান উসমান।
শর্মিলা নিজে সিন্ধের প্রাদেশিক সরকারের দু’বারের নির্বাচিত প্রতিনিধি।
বিতর্কেও নাম জড়িয়েছে শর্মিলার। ২০০১ সালে শর্মিলা এবং তাঁর বাবা উসমানের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে পাকিস্তান স্টিল মিল্স এবং পাকিস্তান সরকারের ১৯৫ কোটি ডলার আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে শর্মিলার মা আনিসা ফারুকিকে ২০০১ সালের ২৮ এপ্রিল গ্রেফতার করা হয়।
১০ লক্ষ টাকার বিদ্যুৎ বিল ফাঁকি দেওয়ার অভিযোগেও শর্মিলা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি।