চাঁদ দেখতে গিয়ে আমি পৃথিবীকে দেখে ফেলেছি!

চাঁদের মাটিতে নেমেছে রোভার মহাকাশযান ‘ল্যাডি’। ঘুরে বেড়াচ্ছে চাঁদের পাহাড়, চাঁদের দেশে। সাত সমুদ্দুর, তেরো নদীর পারে নয়। মহাকাশে বহু পথ পেরিয়ে পৌঁছতে হয় যেখানে। সেই চাঁদের পিঠের অবাক করা ছবি। তার সঙ্গে রয়েছে ৪৩ বছর আগে চাঁদে যাওয়া অ্যাপোলো-১৭ মহাকাশযান থেকে মহাকাশচারী হ্যারিসন স্মিথের তোলা পৃথিবীর ছবি। যেন নীল মার্বেল! চমকে দেওয়ার মতো অ্যালবাম।

Advertisement
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৩
Share:

কী অপরূপ ওই নীল মার্বেল!

চাঁদের মাটিতে নেমেছে রোভার মহাকাশযান ‘ল্যাডি’। ঘুরে বেড়াচ্ছে চাঁদের পাহাড়, চাঁদের দেশে। সাত সমুদ্দুর, তেরো নদীর পারে নয়। মহাকাশে বহু পথ পেরিয়ে পৌঁছতে হয় যেখানে। সেই চাঁদের পিঠের অবাক করা ছবি। তার সঙ্গে রয়েছে ৪৩ বছর আগে চাঁদে যাওয়া অ্যাপোলো-১৭ মহাকাশযান থেকে মহাকাশচারী হ্যারিসন স্মিথের তোলা পৃথিবীর ছবি। যেন নীল মার্বেল!

Advertisement

ছবি সৌজন্য- নাসা।

দেখুন আরও গ্যালারি- ঘুম ভাঙল কলিমার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement