মুক্তি পেল ‘টাইগার ৩’। বলিপা়ড়া সূত্রে খবর, ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে পকেটে প্রায় আট কোটি টাকা পুরে ফেলেছে ছবিটি। কিন্তু প্রথম বার সেন্সর বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র পাওয়ার পরেও কেন দ্বিতীয় বার সেন্সর বোর্ডের মুখ দেখতে হল ছবিটিকে? বলিপাড়া সূত্রে খবর, এর নেপথ্যে রয়েছেন এক বলি অভিনেতা।
চলতি বছরের ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। স্পাই ঘরানার ‘টাইগার’ ফিল্ম সিরিজ়ে প্রতি বারের এ বারেও জু়টি বাঁধতে দেখা গিয়েছে সলমন খান এবং ক্যাটরিনা কইফকে। খলনায়কের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি।
বলিপাড়া সূত্রে খবর, অক্টোবর মাসের শেষের দিকেই নাকি ‘টাইগার ৩’কে অনুমতিপত্র দিয়েছিল ‘সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)। কিন্তু প্রথম বার সেন্সর বোর্ডের অনুমতিপত্র পাওয়ার পর প্রযোজনা সংস্থার তরফে দ্বিতীয় বার সেন্সর বোর্ডের কাছে ছবিটি পাঠানো হয়।
বলিপাড়া সূত্রে খবর, অভিনেতা হৃতিক রোশনের জন্যই নাকি সেন্সর বোর্ডের দরজায় দ্বিতীয় বার টোকা মারতে হল ‘টাইগার ৩’কে। ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার’কে নিয়ে একটি স্পাই ইউনিভার্স তৈরির পরিকল্পনায় রয়েছে যশরাজ প্রযোজনা সংস্থার। তাই ‘ওয়ার’ ছবিতে কবীরের চরিত্রাভিনেতা হৃতিক রোশন, ‘পাঠান’ ছবিতে পাঠানের চরিত্রাভিনেতা শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার’-এর সলমনকে এক সুতোয় বাঁধতে চেয়েছেন আদিত্য।
বলিপাড়া সূত্রে খবর, ‘টাইগার ৩’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ এবং হৃতিককে। বলিউডের অন্দরমহলে কানাঘুষো শোনা যায়, ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করতে নাকি প্রথমে রাজি ছিলেন না হৃতিক। তাই হৃতিককে ছাড়াই শুটিং সারেন আদিত্য।
কানাঘুষো শোনা যায়, ‘টাইগার ৩’ ছবির শুটিং চলাকালীনও নাকি বার বার হৃতিককে রাজি করানোর চেষ্টা করেন আদিত্য। কিন্তু হৃতিক এই ছবির জন্য নাকি সময় বার করে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত হৃতিককে ছাড়াই ছবির শুটিংয়ে দাঁড়ি টানেন আদিত্য।
অক্টোবর মাসের শেষের দিকে সেন্সর বোর্ডের অনুমতিপত্র পেলে ঘোষণা করা হয় যে, ‘টাইগার ৩’ ছবির মোট দৈর্ঘ্য হতে চলেছে ২ ঘণ্টা ৩৩ মিনিট। কিন্তু হৃতিকের কারণে আবার সেন্সর বোর্ড পাঠাতে হয় ছবিটিকে।
বলিপাড়া সূত্রে খবর, সেন্সর বোর্ডের তরফে অনুমতিপত্র পাওয়ার পর ‘টাইগার ৩’ ছবিতে অভিনয়ের জন্য রাজি হন হৃতিক। মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োস-এ হৃতিকের দৃশ্যটি শুটিং করা হয়।
দ্বিতীয় বার সেন্সর বোর্ডে পাঠানোর ফলে ‘টাইগার ৩’ ছবির মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৩৬ মিনিটের।
সেন্সর বোর্ডের অনুমতিপত্র অনুযায়ী ‘টাইগার ৩’ ছবিতে হৃতিকের সঙ্গে বলি অভিনেতা আশুতোষ রানাকে দেখা যাবে। ২ মিনিট ২২ সেকেন্ডের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে।
বলিপাড়ার একাংশের দাবি, সলমনের সঙ্গে অশান্তির কারণেই নাকি ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করতে প্রথমে নারাজ ছিলেন হৃতিক। হৃতিকের একটি ছবি নিয়ে সলমন নাকি এমন মন্তব্য করেছিলেন যার পর দুই অভিনেতার মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়।
২০১০ সালে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গুজ়ারিশ’ ছবিটি। এই ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেন ঐশ্বর্যা রাই বচ্চন।
‘গুজ়ারিশ’ ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এই ছবি নিয়েই সলমন বলেছিলেন, ‘‘আরে ওখানে তো মাছি উড়ছিল। কোনও মশাও ছবিটি দেখতে যায়নি। একটি কুকুরও যায়নি।’’
বলিপাড়ার একাংশের দাবি, ‘গুজ়ারিশ’ ছবিতে হৃতিকের সঙ্গে সলমনের প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্যা অভিনয় করেছিলেন বলেই এমন মন্তব্য করেছিলেন সলমন। তবে সলমনের কথা শুনে আঘাত পেয়েছিলেন হৃতিক।
এক পুরনো সাক্ষাৎকারে হৃতিক বলেছিলেন, ‘‘সলমনকে আমি ভাল মনের মানুষ মনে করি। আমার কাছে সব সময় ও নায়কের জায়গায় ছিল। ভবিষ্যতেও একই জায়গায় থাকবে। কিন্তু বক্স অফিসে কোন ছবি কত ব্যবসা করল তা বিচার করে কোনও ছবিনির্মাতাকে নিয়ে হাসাহাসি করা নায়কোচিত স্বভাব নয়।’’
বলিপাড়ার একাংশের অনুমান, ‘গুজ়ারিশ’ ছবি মুক্তির পর থেকেই নাকি সলমন এবং হৃতিকের মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল। তবে কি পেশার খাতিরে, আদিত্যের জোরাজুরিতেই দুই অভিনেতার দূরত্ব ঘুচল?