Mayan City in Guatemala

দু’হাজার বছরের পুরনো নগরের খোঁজ মিলল চিরহরিৎ ঘন অরণ্যের ভিতরে

প্রাচীন নগরের এই সন্ধান পাওয়ার ফলে মায়া সভ্যতার রাজনীতি, সামাজিক অবস্থা এবং বসতির গঠন সম্পর্কে কোনও নতুন পথের হদিস দিতে পারছে কি না, তা নিয়ে গবেষণা চলছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১০:৩৬
Share:
০১ ১৬

মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র গুয়াতেমালা। পাহাড়, আগ্নেয়গিরি, সমুদ্র, হ্রদ, ঘন অরণ্যে বেষ্টিত এই অঞ্চল। গুয়াতেমালার একটি চিরহরিৎ অরণ্যে খোঁজ মিলল দু’হাজার বছরের পুরনো এক প্রাচীন নগরের। মেক্সিকোর সীমান্তে গুয়াতেমালার একাধিক জায়গায় গড়ে উঠেছিল মায়া সভ্যতা।

ছবি: সংগৃহীত

০২ ১৬

প্রত্নতত্ত্ববিদেরা লিডার প্রযুক্তির সাহায্যে আকাশ থেকে দেখে প্রাচীন নগরের সন্ধান পান। লিডার প্রযুক্তি বলতে ‘লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং’ প্রযুক্তিকে বোঝানো হয়। আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ছাড়াও ফ্রান্স এবং গুয়াতেমালার কয়েক জন স্থানীয় গবেষক এই প্রাচীন নগর আবিষ্কারের নেপথ্যে রয়েছেন।

ছবি: সংগৃহীত

Advertisement
০৩ ১৬

গবেষকদের বক্তব্য, মেক্সিকোর সীমান্তে মিরাডর-কালাকমুল কার্স্ট অববাহিকা অঞ্চলের একটি চিরহরিৎ অরণ্যের প্রায় ১,৭০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরের অবস্থান ছিল।

ছবি: সংগৃহীত

০৪ ১৬

প্রত্নতত্ত্ববিদেরা গণনা করে জানান যে, এই প্রাচীন নগর মায়া সভ্যতার নিদর্শন। দু’হাজার বছর আগে এই নগর জীবিত ছিল। হাজারের কাছাকাছি জনবসতি এই নগরে গড়ে উঠেছিল বলে জানান প্রত্নতত্ত্ববিদেরা।

ছবি: সংগৃহীত

০৫ ১৬

হাজারটি জনবসতির মধ্যে প্রতিটি একে অপরের সঙ্গে উঁচু এবং বাঁধানো রাস্তা দিয়ে যুক্ত। নগরের ভিতর প্রায় ১৬০ কিলোমিটার জুড়ে রাস্তাগুলি ছড়িয়ে রয়েছে।

ছবি: সংগৃহীত

০৬ ১৬

প্রত্নতত্ত্ববিদদের ধারণা, নগরের অধিবাসীদের যাতায়াতের সুবিধার জন্য নগর জুড়ে রাস্তাগুলি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে, খুব সহজেই নগরের যে কোনও প্রান্তে পৌঁছে যাওয়া যায়।

ছবি: সংগৃহীত

০৭ ১৬

মায়া সভ্যতার এই প্রাচীন নগরে জল সংরক্ষণের সুব্যবস্থা ছিল বলে প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন। নগরের ধ্বংসাবশেষ থেকে তার প্রমাণও পেয়েছেন তাঁরা। নগরের অধিকাংশ জায়গায় জল সংরক্ষণের জন্য আলাদা জায়গা ছিল বলে জানান তাঁরা।

ছবি: সংগৃহীত

০৮ ১৬

এমনকি, নগর জুড়ে বহু খালও ছিল বলে মন্তব্য করেন তাঁরা। শুষ্ক আবহাওয়া থাকলে জলের অভাব দেখা দিত এই নগরে। নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সেখানে জল ধরে রাখতেন অধিবাসীরা।

ছবি: সংগৃহীত

০৯ ১৬

মায়া সভ্যতার এই প্রাচীন নগরের বিভিন্ন জায়গায় পিরামিডের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। এমনকি, নগরের বেশ কিছু উঁচু জায়গা লক্ষ করেছেন তাঁরা।

ছবি: সংগৃহীত

১০ ১৬

তবে, জায়গায় জায়গায় এমন উঁচু মঞ্চের মতো অংশ কী উদ্দেশে ব্যবহার করা হত, তা নিয়ে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানাননি প্রত্নতত্ত্ববিদেরা।

ছবি: সংগৃহীত

১১ ১৬

প্রাচীন নগরীর অধিবাসীরা রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য এক জায়গায় জড়ো হতেন বলে অনুমান। এমনকি, বিনোদনমূলক কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে নগরের সকলে সমবেত হতেন বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের।

ছবি: সংগৃহীত

১২ ১৬

নগরের কয়েকটি বাড়ির সামনে উন্মুক্ত জায়গা লক্ষ করেন প্রত্নতত্ত্ববিদেরা। তাঁদের প্রাথমিক অনুমান, নগরের অধিবাসীরা কোনও বিশেষ ধরনের খেলার জন্য এই প্রাঙ্গণ ব্যবহার করতেন।

ছবি: সংগৃহীত

১৩ ১৬

তবে এই প্রাচীন নগরের খোঁজ পেতে গবেষকরা রাডারের পরিবর্তে লিডার প্রযুক্তির ব্যবহার কেন করলেন? লিডার প্রযুক্তি ব্যবহারের ফলে কোনও বিশেষ সুবিধা পাওয়া গেল কি? ‘এনসিয়েন্ট মেসোআমেরিকা’ নামে একটি গবেষণা পত্রিকায় প্রকাশ পেয়েছিল লিডার প্রযুক্তির খুঁটিনাটি।

ছবি: সংগৃহীত

১৪ ১৬

রেডিয়ো তরঙ্গের পরিবর্তে লিডার প্রযুক্তিতে লেজ়ার রশ্মি ব্যবহার করা হয়। লেজ়ারের মাধ্যমে অরণ্যের গভীর আস্তরণ ভেদ করা যায়। মাটির তলায় কোনও ধ্বংসাবশেষ থাকলেও তার স্পষ্ট ছবি ধরা পড়ে লিডার প্রযুক্তির মাধ্যমে।

ছবি: সংগৃহীত

১৫ ১৬

গবেষকরা বিমানের মধ্যে থেকে নির্দিষ্ট এলাকার উপর লেজ়ার রশ্মি ফেলে পরীক্ষা করেছিলেন। রশ্মি ফেলার পর নগরের প্রতিটি রাস্তাঘাটের বাঁক থেকে শুরু করে ঘরবাড়ির ধ্বংসাবশেষের ছবি ধরা পড়ে।

ছবি: সংগৃহীত

১৬ ১৬

পুরনো তথ্য ঘাঁটলে দেখা যায় যে, মায়া সভ্যতার অধিবাসীরা কোথাও বসবাস করলে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে পছন্দ করতেন। কিন্তু এই নগরের অধিবাসীদের আচরণ ভিন্ন। তাঁরা এক জায়গায় ঘনবদ্ধ বসতি গড়ে তুলতেন বলেই অনুমান। প্রাচীন নগরের এই সন্ধান পাওয়ার ফলে তা মায়া সভ্যতার রাজনীতি, সামাজিক অবস্থা এবং বসতির গঠন সম্পর্কে কোনও নতুন পথের খোঁজ দিতে পারছে কি না, তা নিয়ে গবেষণা চলছে।

ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement