এঁরাই এখন হটেস্ট মিক্স মার্শাল আর্টিস্ট! চেনেন এঁদের?

মাসকুলার মেয়েরাই বেশি হট, কিছুদিন আগেই এ কথা বলেছিলেন এই মুহূর্তে ভারতের এক নম্বর টেনিস তারকা সানিয়া মির্জা। যাঁরা মনে করেন নারী মানেই কোমলতা-পেলবতায় মাখা, তাঁদের সব ধারণা ভুল প্রমাণিত করবে এই গ্যালারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ১২:২৩
Share:

মেইশা টেট: ২৯ বছরের এই আমেরিকান তারকা স্কুল জীবন থেকে রেসলার হিসাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৫ সালে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন টেট। ২০০৭ থেকে এমএমএ কেরিয়ার শুরু।

মাসকুলার মেয়েরাই বেশি হট, কিছুদিন আগেই এ কথা বলেছিলেন এই মুহূর্তে ভারতের এক নম্বর টেনিস তারকা সানিয়া মির্জা। যাঁরা মনে করেন নারী মানেই কোমলতা-পেলবতায় মাখা, তাঁদের সব ধারণা ভুল প্রমাণিত করবে এই গ্যালারি। দেখে নিন বিশ্বের প্রথম দশ হটেস্ট মিক্স মার্শাল আর্টিস্ট বা এমএমএ ফাইটারকে। মাসকুলার বডিতে যাঁরা অবলীলায় দশ গোল দেবেন প্রচলিত সেক্সির সংজ্ঞাকে।

Advertisement

আরও পড়ুন:
নাম গোপন রেখে পর্ন দুনিয়ায় সফল যাঁরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement