দ্বিতীয় বিশ্বযুদ্ধ<br> সাল: ১৯৩৯-১৯৪৫, মৃতের সংখ্যা: ৪ কোটি থেকে ৭ কোটি ২০ লক্ষ। <br> ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে হিটলার পোল্যান্ড দখল করেন। <br>এর দু’দিন পরেই ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।<br> আস্তে আস্তে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়।
উরিতে ভারতীয় সেনা ছাউনিতে হামলা, তার উত্তরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক— সাম্প্রতিক ঘাত-প্রত্যাঘাতকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ কখনওই কাম্য নয়। যুদ্ধের ফল যে কখনও সুখের হয় না, অতীতে ফিরে তাকালেই তা দেখা যায়। ইতিহাসের পাতা থেকে রইল তেমনই কিছু ভয়াবহ যুদ্ধ, যেগুলিতে প্রাণ গিয়েছিল অসংখ্য মানুষের।
আরও পড়ুন: বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবাহিনী ভারত, অনেক নীচে পাকিস্তান