প্রতীকী ছবি
আপনি কি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন? কিন্তু তার সব নিয়মকানুন জানা আছে তো? জানেন কি সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স আসলে কী? আপনি যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তা হলে এই সম্পর্কে জানা অত্যন্ত আবশ্যক। কারণ এর উপরে দাঁড়িয়ে থাকে ক্যাপিটাল গেনস ট্যাক্সের হার।
এটি আসলে এক ধরনের প্রত্যক্ষ কর। ২০০৪ সালের বাজেট পেশ করার সময়ে এই করের প্রস্তাব দেওয়া হয়। এবং ওই বছরের অক্টোবর মাস থেকে চালু করা হয় এই কর। শেয়ার বাজারে কেনা বেচা, মিউচুয়াল ফান্ড জাতীয় লেনদেন এই করের আওতায় আসে। কিন্তু কোন কোন সিকিউরিটির উপরে আরোপিত হয় এই কর? দেখে নিন এই প্রতিবেদনে।
১। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার স্টক অথবা সংস্থার কাগজ যা শেয়ার বাজারে লেনদেন হয়।
২। যে কোনও বড় লগ্নির কাগজ যা বাজারে ইউনিট হিসাবে ছাড়া হয়েছে।
৩। ঋণপত্রের উপর সুদ।
৪। যে সব মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ইক্যুইটিতে।
৫। সরকারি লগ্নিপত্র, যার চরিত্র ইক্যুইটির মতো।
৬। যে সব লগ্নি অন্য লগ্নির উপরে নির্ভরশীল বা ডেরিভেটিভস।
বাজারের বাইরে এই সব বিনিয়োগপত্র হাত বদল করলে তার উপরে কর বসে না।
‘টাকা টক্’-এর প্রেজ়েন্টিং পার্টনার ‘বন্ধন মিউচুয়াল ফান্ড’।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।