Personal Finance 2023

বেতন পান, নতুন আয়কর ব্যবস্থায় যাবেন?

আপনি যদি আগের ব্যবস্থা এবং নতুনের মধ্যে কোনটা আপনার পছন্দ না জানান, তাহলে কিন্তু নতুনটাই আপনার কর দেওয়ার প্রাথমিক পথ হয়ে থাকবে। আপনার বেতনের উপর প্রযোজ্য আয়করের হারে বদল এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৭
Share:

প্রতীকী ছবি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কর প্রস্তাবের পর থেকেই সবারই মাথায় ঘুরছে যে প্রশ্ন, তা হল,“অতঃ কিম?” তাই আগে দেখে নেওয়া যাক বেতনভুক কর্মচারীদের জন্য এতে কী আছে।

Advertisement
  • প্রাথমিক ছাড় আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হয়েছে
  • আপনি যদি আগের ব্যবস্থা এবং নতুনের মধ্যে কোনটা আপনার পছন্দ না জানান, তাহলে কিন্তু নতুনটাই আপনার কর দেওয়ার প্রাথমিক পথ হয়ে থাকবে
  • আপনার বেতনের উপর প্রযোজ্য আয়করের হারে বদল এসেছে
  • বেতনভুকদের জন্য ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে
  • তাই সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে তো
  • লিভ এনক্যাশমেন্টের সীমা ৩ লক্ষ থেকে বেড়ে ২৫ লক্ষ হয়েছে

এ বার আপনার প্রশ্ন, কী করা উচিত। এর উত্তর পেতে গেলে খাতা কলম নিয়ে বসতে হবে। পাশাপাশি টেবিল করে দেখে নিতে হবে লাভের খতিয়ান। পুরনো ব্যবস্থায় আপনার কী সুবিধা ছিল আর নতুন ব্যবস্থাতেই বা আপনার লাভ কী হতে পারে। তাই চট করে ঝাঁপিয়ে পড়বেন না।

Advertisement

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement