প্রতীকী ছবি
আমরা জেনে নিয়েছি মূলধনী আয় কখন করযোগ্য হয় এবং সিকিউরটিজ ট্যাক্সের সঙ্গেই বা তার কী সম্পর্ক। এ বার নজরদেওয়া যাক মূলধনী কর এবং তার হিসাবের পদ্ধতির উপরে।
স্বল্পমেয়াদি মূলধনী কর হিসাব করা তুলনামূলক ভাবে সোজা। এ ক্ষেত্রে আপনার লাভ আপনার অন্যান্য সূত্রেহওয়া আয়ের সঙ্গে যোগ করে আয়কর হিসাব করুন।
দীর্ঘমেয়াদী মূলধনী করের হিসাবটা একটু গোলমেলে। যেহেতু এ ক্ষেত্রে সম্পদ, সে বাড়িই হোক বা অন্য কিছু, বহু দিন ধরে হাতে থাকে- তাই মুদ্রাস্ফীতির কারণে তার অবমূল্যায়ন হয়। ফলে লাভের অঙ্কটাও হিসাব করতে হয় ওইঅবমূল্যায়ন ধরেই। কিন্তু সুবিধা হল এখন ইন্টারনেটেই দীর্ঘমেয়াদি মূলধনী কর হিসাব করার ক্যালকুলেটর পাওয়া যায়। তবে সেই অঙ্ক কষতে গেলে আপনাকে কিন্তু হাতের নাগালে রাখতে হবে নানা তথ্য। দেখে নেওয়া যাক সেগুলিকী:
আপনার ক্যালকুলেটর আপনাকে বলে দেবে আপনার মূলধনী লাভ কত হল। মুদ্রাস্ফীতির সূচক ব্যবহার করে। এবং কত হল তা ব্যবহার না করে।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।