প্রতীকী ছবি
চাকরি বদলানো এখন জলভাত। কিন্তু সমস্যা হল প্রতিটি নতুন চাকরিতে নতুন পিএফ অ্যাকাউন্ট। কিন্তু কী হবে আগেরগুলোর! আগের জামানা আর নেই। থাকলে আপনাকে দৌড়তে হত আগের সংস্থার কাছে। নানা ফর্ম ভরে তা নতুন সংস্থার মাধ্যমে জমা করতে হত। এতে ছিল নানা হ্যাঁপা এবং কাজ বদলানোর সঙ্গে সঙ্গে কাজের শহর বদলালে তো আর কোনও কথাই নেই।
এখন আর এই সমস্যা নেই। এখন আপনি যেখানেই কাজে যোগ দিন না কেন, আপনার রয়েছে একটি নির্দিষ্ট পরিচয় সংখ্যা – ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউ এ এন। আপনি যেখানেই চাকরি করুন না কেন,আপনার অ্যাকাউন্ট নম্বর হবে এটাই। কিন্তু তার মানে এই নয় যে কোনও উদ্যোগ ছাড়াই আপনি আগের চাকরির থেকে জমা হওয়া টাকাকে নতুন তহবিলের সঙ্গে মিশিয়ে নিতে পারবেন। কিন্তু চিন্তার কিছু নেই নতুন ব্যবস্থায় অনলাইনেই পুরনো তহবিলকে নতুনের সঙ্গে মিশিয়ে নিতে পারবেন।
চলুন দেখে নি কী ভাবে:
১। এ ক্ষেত্রেও প্রথমে ইপিএফও ওয়েবসাইটে যেতে হবে। এর পর পরিষেবা বিকল্প নির্বাচন করুন।
২। ওয়ান এমপ্লয়ি – ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট বিকল্পে ক্লিক করুন।
৩। একটি ফর্ম খুলবে ওয়েবসাইটে। পিএফ অ্যাকাউন্ট হোল্ডারকে মোবাইল নম্বর দিতে হবে।
৪। ইউএএনসহ বর্তমান সদস্য আইডি দিতে হবে।
৫। সব তথ্য দেওয়ার পর রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি দিলে আপনার পুরনো পিএফঅ্যাকাউন্ট দেখতে পাবেন।
৬। পিএফ অ্যাকাউন্ট নম্বর দাখিল করুন।
৭। এর পর আপনার তথ্য যাচাই করা হবে। এবং কয়েক দিন পর আপনার পুরনো তহবিলের টাকা নতুনের সঙ্গে মিশে যাবে।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।