Personal Finance 2023

কী ভাবে জানবেন কোন প্রকল্প কিস্তিতে সঞ্চয়ের জন্য ভাল?

কিন্তু সিপ করেছেন। তার রিটার্ন কিন্তু সিএজিআর দেখলে সঠিক চিত্রটা পাবেন না। কারণ বাজারের ওঠানামার চিত্রটা এতে ধরা পড়ে না। তাই আপনাকে চোখ রাখতে হবে এক্সটেন্ডেড অ্যানুয়াল রেট অব রিটার্নে বা এক্সআইআরআর-এ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১২:৫০
Share:

প্রতীকী ছবি

চক্রবৃদ্ধিহারে সুদ! আর এটাই হল সেই গাজর যা আপনাকে ঠেলে দেয় সঞ্চয়ের জন্য প্রকল্প পছন্দ করার পথে। আর এটা আপনি বেছে নেন যে প্রকল্পের সিএজিআর বা কিউমিউলেটিভ অ্যাভারেজ গ্রোথ রেট বা চক্রবৃদ্ধি সুদের হার ভাল তাতেই। কিন্তু আপনি কি খেয়াল করেন যে অনেক সময়েই প্রকল্পের পাঁচ বছরের রিটার্ন আর তিন বছরের রিটার্নের হারের মধ্যে ফারাক আছে! তা হলে?

Advertisement

আর এখানেই মজা বিনিয়োগের লাভ খোঁজার অনুপাতগুলো জেনে নেওয়ার। আসুন দেখে নেওয়া যাক সিএজিআর দেখেই শুধু বিনিয়োগ করার সমস্যা। বিশেষ করে যখন টাকাটা আপনি কিস্তিতে ঢালছেন।

আপনি যখন সিএজিআর দেখে বিনিয়োগ করছেন তখন কিন্তু আপনি শুধু দেখছেন শুরুর বিনিয়োগ আর বিনিয়োগের শেষ দিনের অঙ্ক। কিন্তু সেই সময়ের মধ্যে যদি বাজারের কারণে আপনার সঞ্চয়ের মূল্য সাময়িক ভাবে পড়ে গিয়ে থাকে সেই ছবি কিন্তু এই অঙ্কে ধরা পড়ে না। আর ধরা পড়ে না বিভিন্ন সময়ে কিস্তিতে করা বিনিয়োগের রিটার্নের ছবি। তাই সিএজিআর দেখুন যদি বিনিয়োগ করেন এক লপ্তে।

Advertisement

কিন্তু সিপ করেছেন। তার রিটার্ন কিন্তু সিএজিআর দেখলে সঠিক চিত্রটা পাবেন না। কারণ বাজারের ওঠানামার চিত্রটা এতে ধরা পড়ে না। তাই আপনাকে চোখ রাখতে হবে এক্সটেন্ডেড অ্যানুয়াল রেট অব রিটার্নে বা এক্সআইআরআর-এ।

এই দুটো রিটার্ন তখনই এক হবে যখন -

ক) আপনি এক লপ্তে বিনিয়োগ করেছেন।

খ) কিস্তিতে বিনিয়োগ করছেন কিন্তু আপনার রেট অব রিটার্ন বিনিয়োগের সময়কালে একই থাকছে।

কিন্তু মিউচুয়াল ফান্ডে সিপ করলে এই দুটো শর্তের কোনওটাই প্রযোজ্য নয়। তাই সিপ করলে সিএজিআর নয়। আপনাকে চোখ রাখতে হবে এক্সআইআরআর-এ।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement