প্রতীকী ছবি
সঞ্চয় উপদেষ্টার কাছে যাবেন? যেতেই হবে। না হলে সব কাজ ফেলে সঞ্চয়ের বাজারও গুলে খেতে হবে। নিজের কাজ ফেলে নিজের সঞ্চয় সামলাতে হলে কী হবে? আপনার রোজগারটা মার খাবে এবং সঞ্চয়ের জন্য উদ্বৃত্ত বলে আর কিছু থাকবে না। কিন্তু তাই বলে কি জেনে নেবেন না ব্যাপারটা কী?
নিজের গাড়ি বা দু-চাকা নিজেই চালান। কিন্তু সারানোর কাজও কি নিজেই করেন? খারাপ হলে তো গ্যারাজেই নিয়ে যান, তাই না? কিন্তু গাড়িটা যে সমস্যা করছে, তা তো নিজে বোঝেন। যদি না বোঝেন, তা হলে কিন্তু ঠকার আশঙ্কা। তাই গাড়ি নিয়ে প্রাথমিক জ্ঞান তো থাকতেই হবে।
একই কথা কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রেও খাটে। নিজের টাকা বলে কথা। আবার নিজের সামলানোরও সময় নেই। কিন্তু সঞ্চয় তো করতেই হবে। তাই উপদেষ্টা খুঁজতে হবে। কিন্তু সেই উপদেষ্টা আপনার প্রয়োজন মাফিক যোগ্য তো? পাড়ার পিন্টুদা কোনও এক জনের খোঁজ দিয়েছেন বলেই তাঁর কাছে গিয়ে নিজেকে সঁপে দিয়ে পরে বিপদে পড়ার চেয়ে আগে যাচাই করে নেওয়া ভাল নয় কি? কিন্তু কী ভাবে? দেখে নিন কী করবেন।
যা করণীয়:
মোদ্দা কথা হল, বিনিয়োগ করছেন নিজের টাকা। কিন্তু এখন আর প্রায় কেউই নিজের সঞ্চয়ের দেখাশোনা নিজে করে উঠতে পারেন না। কিন্তু সিদ্ধান্ত তো নিতে হবে জেনে! বিপদ এড়িয়ে হাঁটার চেষ্টা করাই ভাল।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।