Mutual Fund

ঋণপত্রে বিনিয়োগ করতে চাইলে যে সব লো ডিউরেশন ফান্ড কাজে আসবে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ২১:১৪
Share:

প্রতীকী ছবি।

আইডিএফসি লো ডিউরেশন ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৬১ শতাংশ।

Advertisement

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেভিংস ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৩৮ শতাংশ।

ইনভেসকো ইন্ডিয়া ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৬৩ শতাংশ।

Advertisement

এলআইসি এমএফ সেভিংস ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ১.১৪ শতাংশ।

এইচডিএফসি লো ডিওরেশন ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৪৯ শতাংশ।

কানাড়া রোবেকো সেভিংস ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৫৯ শতাংশ।

বিএনপি পরিবাস লো ডিওরেশন ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৬০ শতাংশ।

টাটা ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৫৬ শতাংশ।

ডিএসপি লো ডিওরেশন ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৬১ শতাংশ।

আদিত্য বিড়লা সানলাইফ লো ডিওরেশন ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৫১ শতাংশ।

অ্যাক্সিস ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ০.৬৮ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement