Mutual Fund

ফ্লেক্সক্যাপ ফান্ডে বিনিয়োগের কথা ভাবতে পারেন

একবার দেখে নেওয়া যাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৬:১১
Share:

প্রতীকী ছবি।

• ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত তিন বছরে বৃদ্ধির হার ৮.৬৬ শতাংশ।

Advertisement

• পিজিআইএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৫। গত তিন বছরে বৃদ্ধির হার ৯.২২ শতাংশ।

• ইউনিয়ন ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ৯.০৯ শতাংশ।

Advertisement

• কানাড়া রোবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ৭.২৬ শতাংশ।

• অ্যাক্সিস ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ৪.৫৭ শতাংশ।

• ডিএসপি ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ৮.৬৬ শতাংশ।

• আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪। গত তিন বছরে বৃদ্ধির হার ৬.৭৬ শতাংশ।

• জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ৯.৬৫ শতাংশ।

• এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ৯.৪৪ শতাংশ।

• এল অ্যান্ড টি ফ্লেক্সি ক্যাপ ফান্ড-এর ক্রিসিল রেটিং ৩। গত তিন বছরে বৃদ্ধির হার ৬.৩৬ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement