Mutual funds benefits

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুবিধা কী ভেবে দেখেছেন?

কী পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডের সাহায্যে নানা নানা রকমের সহজ বিনিয়োগ করা যাবে, তা খতিয়ে দেখতে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৩:১৩
Share:

প্রতীকী ছবি

বাজারে বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এখন বাজারেও নতুন নতুন অনেক স্কিম এসেছে। এগুলির মধ্যে ইক্যুইটি ফান্ড, ঋণ তহবিল ও হাইব্রিড তহবিল ইত্যাদি রয়েছে।ইক্যুইটি ফান্ডের আওতায় পড়ে কর্পাস ইক্যুইটি ও ইক্যুইটি সম্পর্কিত নানা বিনিয়োগ। আবার, ঋণ তহবিলের মধ্যে পড়ে ট্রেজারি বিল, সরকারি বন্ড, ও নানা বাণিজ্যিক কাগজপত্র। ব্যালেন্সড ফান্ড বা হাইব্রিড ফান্ড ইক্যুইটি আর ঋণ, এই দুই ক্ষেত্রেই বিনিয়োগ করে।

Advertisement

মিউচুয়াল ফান্ড মানেই যে শুধু এই কয়েকটি ক্ষেত্র, তা নয়। এর পাশাপাশি ইএলএসএস, সেক্টর তহবিল, ফান্ড অফ ফান্ড ইত্যাদির মাধ্যমে বিনিয়োগ করা এখন নেহাতই সোজা কাজ। কী পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডের সাহায্যে নানা নানা রকমের সহজ বিনিয়োগ করা যাবে, তা খতিয়ে দেখতে হয়।

এসআইপি বা পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনা দিয়ে অল্প টাকা লগ্নি করা যায়। এ ছাড়াও মিউচ্যুয়াল ফান্ডে তরল ফান্ডকে নিমেষে নগদে রূপান্তরিত করে কাজে লাগাতে পারেন।

Advertisement

পেশাগত ভাবে বিনিয়োগ নিয়ে ভাবনা চিন্তাও ছাপ ফেলতে পারে রিটার্ন সংক্রান্ত আশার উপরে। বাজারে যে কোনও স্কিম বেছে নিতে পারেন। এক জন নির্দিষ্ট ফান্ড ম্যানেজারের আওতায় সেই ফান্ড ও বিনিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি সব বিষয় জমা থাকবে। এই ম্যানেজার নিজের কাজে রীতিমতো দক্ষ হন, বিনিয়োগ নিয়ে যে কোনও রকমের গবেষণা ও সব সময়ে এই বিষয় সংক্রান্ত যে কোনও তথ্য নখদর্পণে রাখাই তাঁর কাজ। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড মানেই বেশ কম অপারেটিং খরচ।

যে কোনও ধরনের বিনিয়োগে হাত দেওয়ার আগেই ভাল ভাবে দেখে বুঝে নিন। প্রয়োজনে বড় অঙ্ক বিনিয়োগ করার আগেই কোনও বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন। আর্থিক উপদেষ্টার থেকে বিশদে জেনে নিন আপনি যে ধরনের আশা রেখে বিনিয়োগ করছেন কোনও স্কিমে, তা শেষ অবধি পূরণ হচ্ছে কি না।

বিনিয়োগের পদ্ধতিও যে খুব জটিল, তা একেবারেই নয়। অনলাইন বা অফলাইন মাধ্যমে নিতান্তই সহজ ভাবে ডিস্ট্রিবিউটর, ব্রোকার বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্যে বিনিয়োগের পথ খুঁজে বার করুন, যা আপনার সব থেকে ভাল মনে হচ্ছে।

প্রতিবেদক সঞ্চয় উপদেষ্টা। বক্তব্য নিজস্ব।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement