Mutual Fund Diversification

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝুঁকি কমাবেন কী ভাবে? বেছে নিন পোর্টফোলিয়ো বৈচিত্র্যকরণ

পোর্টফোলিয়ো বৈচিত্র্যকরণের উদ্দেশ্য হল অস্থিরতার প্রভাব হ্রাস করা এবং কোনও একটি খাত বা সম্পদ শ্রেণিতে বরাদ্দ সীমাবদ্ধ না করে ক্ষতির পরিমাণ কমানো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬
Share:

চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ঝুঁকি থাকবেই। কিন্তু এই ঝুঁকির পরিমাণও কমানো সম্ভব, যদি কৌশলগত ভাবে বিনিয়োগ করা যায়। বিভিন্ন কারণে আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তাই সঠিক ভাবে বিবেচনা করে তবেই বিনিয়োগ করুন। এ ক্ষেত্রে পোর্টফোলিয়ো বৈচিত্র্যকরণ বিনিয়োগে ঝুঁকি কমানোর একটি অনন্য উপায়। বিভিন্ন সম্পদ শ্রেণি, সেক্টর এবং ভৌগোলিক অঞ্চল জুড়ে বিনিয়োগ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিনিয়োগকারীরা একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিয়ো তৈরি করেন। পোর্টফোলিয়ো বৈচিত্র্যকরণের উদ্দেশ্য হল অস্থিরতার প্রভাব হ্রাস করা এবং কোনও একটি খাত বা সম্পদ শ্রেণিতে বরাদ্দ সীমাবদ্ধ না করে ক্ষতির পরিমাণ কমানো।

Advertisement

কিন্তু কী এই পোর্টফোলিয়ো?

মিউচুয়াল ফান্ড পোর্টফোলিয়ো হল বিভিন্ন মিউচুয়াল ফান্ডের সংমিশ্রণ, যা এক জন বিনিয়োগকারী তার বৈচিত্র্যময় বিনিয়োগের জন্য সাবধানে বাছাই করেন।

Advertisement

কিন্তু এই পোর্টফোলিয়ো বৈচিত্র্যকরণের মাধ্যমে ঝুঁকি কমাবেন কী করে?

আপনার পুঁজির সবটা একই জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন ক্ষেত্রে করুন। এর ফলে কোনও একটি বিনিয়োগে যদি লোকসান হয়, তা হলেও অন্য বিনিয়োগ থেকে আপনার লাভ হতে পারে।

এই সব প্রশ্নের উত্তর নিয়েই আনন্দবাজার অনলাইন গত ২৭ ডিসেম্বর একটি ওয়েবিনার আয়োজন করেছিল পাঠক ও দর্শকদের জন্যে। আনন্দবাজার অনলাইনের নিজস্ব বিভাগ ‘টাকা টক্’-এর পাতায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। বন্ধন ব্যাঙ্কের সহযোগিতায় এই ওয়েবিনারের মূল বিষয় ছিল ‘পোর্টফোলিয়ো বৈচিত্র্যকরণের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি কমাবেন কী ভাবে?’। বক্তা ছিলেন বন্ধন মিউচুয়াল ফান্ডের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিষেক কর।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement