National Pension System

অবসর জীবন নিশ্চিত করুন জাতীয় পেনশন ব্যবস্থার মাধ্যমে, এর সুবিধাগুলি জানেন তো?

এই পেনশন কর্মসূচিটি সরকারি, বেসরকারি এমনকি অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্যও প্রযোজ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৫:৩৬
Share:
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

জাতীয় পেনশন ব্যবস্থা (ন্যাশনাল পেনশন স্কিম অথবা এনপিএস) হল একটি সরকার-সমর্থিত অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা যা বিনিয়োগকারীদের তাদের কর্মজীবন জুড়ে ধারাবাহিকভাবে সঞ্চয় করতে এবং অবসরের জন্য তহবিল জমা করতে সক্ষম করে। এই পেনশন কর্মসূচিটি সরকারি, বেসরকারি এমনকি অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্যও প্রযোজ্য।

Advertisement

এই প্রকল্পটি চাকরির সময় নিয়মিত বিরতিতে পেনশন অ্যাকাউন্টে বিনিয়োগ করতে উৎসাহিত করে। অবসর গ্রহণের পর, গ্রাহকরা মোট অর্থের একটি নির্দিষ্ট শতাংশ তুলতে পারেন। একজন এনপিএস অ্যাকাউন্টধারী হিসেবে, অবসর গ্রহণের পর আপনি অবশিষ্ট পরিমাণ অর্থ মাসিক পেনশন হিসেবে পাবেন।

ন্যাশনাল পেনশন স্কিম অথবা জাতীয় পেনশন প্রকল্প অবসর পরিকল্পনার জন্য ভারতে ব্যাপকভাবে স্বীকৃত একটি বিনিয়োগ পরিকল্পনা। প্রতিটি বিনিয়োগ বিকল্পের মতোই এনপিএস-এর ও কিছু সুবিধা আছে।

Advertisement

শক্তিশালী অবসর প্রকল্প

এটি ভারতের সবথেকে শক্তিশালী প্রকল্পগুলির মধ্যে একটি। বিনিয়োগকারীরা বাজারের সঙ্গে যুক্ত পেশাদারদের সাহায্যে এখানে বিনিয়োগ করতে পারেন এবং একচেটিয়া করের সুবিধা, ভাল রিটার্ন এবং তহবিলের নিরাপত্তা উপভোগ করতে পারেন।

বিনিয়োগ পছন্দের নমনীয়তা

এই পেনশন পরিকল্পনায় বিনিয়োগের দুটি প্রধান বিকল্প বিনিয়োগকারীরা পছন্দ করতে পারেন — অটো চয়েস এবং অ্যাক্টিভ চয়েস। আপনার বিনিয়োগগুলি তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হয় যারা অটো চয়েস বিকল্পের অধীনে তাদের দক্ষতা অনুসারে ইক্যুইটি, কর্পোরেট বন্ড এবং সরকারী সিকিউরিটিগুলিতে বৈচিত্র্য আনেন। বিপরীতে, অ্যাক্টিভ চয়েস আপনাকে সম্পদ বরাদ্দ করার ক্ষমতা দেয়, যার ফলে অন্যান্য বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে ৫০ বছর বয়স পর্যন্ত ইক্যুইটিতে বিনিয়োগ করা মোট পরিমাণের ৭৫% অনুমতি দেওয়া হয়।

কর সুবিধা

জাতীয় পেনশন প্রকল্পের মাধ্যমে বড় ধরনের কর ছাড় দেওয়া হয়। ধারা ৮০সিসিডি(১) অনুসারে বার্ষিক এই প্রকল্পে অবদানের জন্য ১,৫০,০০০ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়।

খরচ

এই প্রকল্পের ব্যবস্থাপনা খরচ মিউচুয়াল ফান্ডের মতো অন্যান্য ইকুইটি-লিংকড বাজার পণ্যের তুলনায় কম।

বৈচিত্র্যকরণ

বিনিয়োগকারীরা বিভিন্ন তহবিল বিকল্প থেকে বেছে নিতে পারেন এবং পেনশন তহবিলের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে পারেন অথবা প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারেন।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement