প্রতীকী চিত্র
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কখনওই ঝুঁকিমুক্ত নয়। বিভিন্ন কারণে আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন। কিন্তু বুদ্ধি-বিবেচনা করে বিনিয়োগ করলে এই ঝুঁকির পরিমাণ কমানো সম্ভব।
পোর্টফোলিও বৈচিত্র্যকরণ: আপনার পুঁজির সবটা একই জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করুন। এর ফলে কোনও একটি বিনিয়োগে যদি লোকসান হয়, তা হলেও অন্য বিনিয়োগ থেকে আপনার লাভ হতে পারে।
এসআইপি বিনিয়োগ: এসআইপি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে আপনি এককালীন বিনিয়োগের বদলে নিয়মিত অল্প পরিমাণে একটি নির্দিষ্ট অঙ্কের বিনিয়োগ করতে পারবেন। এর গুরুত্বপূর্ণ সুবিধা হল এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করলে ঝুঁকি হ্রাস হয়।
লক্ষ্য স্থির করে বিনিয়োগ করুন: বিনিয়োগের আগে স্থির করুন কী কারণে আপনি বিনিয়োগ করতে চাইছেন। যদি আপনার লক্ষ্য থাকে অবসরের জন্য অর্থ সঞ্চয়, তা হলে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। যদি আপনার উদ্দেশ্য হয় স্বল্পমেয়াদি লিকুইডিটি, তা হলে লিকুইড ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ: স্বল্পমেয়াদি বাজারে অস্থিরতার কারণে বিনিয়োগ করলে ঝুঁকির আশঙ্কা বেশি থাকে। সেই কারণেই মিউচুয়াল ফান্ডে ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা উচিত।
এই সব প্রশ্নের উত্তর নিয়েই আনন্দবাজার অনলাইন গত ২৬ নভেম্বর একটি ওয়েবিনার আয়োজন করেছিল পাঠক এবং দর্শকদের জন্যে। আনন্দবাজার অনলাইনের নিজস্ব বিভাগ ‘টাকা টক্’-এর পাতায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। বন্ধন ব্যাঙ্কের সহযোগিতায় এই ওয়েবিনারের মূল বিষয় ছিল ‘মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি কমাবেন কী ভাবে?’। বক্তা ছিলেন বন্ধন মিউচুয়াল ফান্ডের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অভিষেক কর।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।