Mutual Fund

আয়কর বাঁচাতে ভাবতে পারেন এই ট্যাক্স সেভিং ফান্ডগুলির কথা

১০টি ট্যাক্স সেভার ফান্ডের কথা বিবেচনা করে দেখতে পারেন। চোখ বুলিয়ে নিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৭:০১
Share:
০১ ১১

নতুন আর্থিক বছর আসছে। আয়কর বাঁচানোর কথা সকলেই ভাবছেন। এ ব্যাপারে এই ১০টি ট্যাক্স সেভার ফান্ডের কথা বিবেচনা করে দেখতে পারেন। চোখ বুলিয়ে নিন।

০২ ১১

রয়েছে কোয়ান্ট ট্যাক্স প্ল্যান, যার ক্রিসিল রেটিং ৩ স্টার এবং গত তিন বছরে বৃদ্ধির হার ১৯.৯৩ শতাংশ।

Advertisement
০৩ ১১

কানাড়া রোবেকো ইক্যুইটি ট্যাক্স সেভার ফান্ডের ক্রিসিল রেটিং ৫ স্টার। এর গত তিন বছরে বৃদ্ধির হার ১৭.৪৯ শতাংশ।

০৪ ১১

ক্রিসিল রেটিংয়ে ৫ স্টার পেয়েছে বিওআই এএক্সএ ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ড। গত তিন বছরে এর বৃদ্ধির হার ১১.৮৩ শতাংশ।

০৫ ১১

জেএম ট্যাক্স গেইন ফান্ড-এরও ক্রিসিল রেটিং ৫ স্টার। বৃদ্ধির হাত গত তিন বছরে ১২.৯৮ শতাংশ।

০৬ ১১

ইউটিআই লংটার্ম ইক্যুইটি ফান্ড ক্রিসিল রেটিংয়ে পেয়েছে ৪ স্টার।১১.৬৬ শতাংশ হল এর গত তিন বছরে বৃদ্ধির হার।

০৭ ১১

ক্রিসিল রেটিংয়ে ৪ স্টার পেয়েছে অ্যাক্সিস লংটার্ম ইক্যুইটি ফান্ড-ও, গত তিন বছরে যার বৃদ্ধির হার ১৪.৮১শতাংশ।

০৮ ১১

ইউনিয়ন লংটার্ম ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত তিন বছরে এর বৃদ্ধির হার ১২.৪০ শতাংশ।

০৯ ১১

মিরে অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার, গত তিন বছরে এর বৃদ্ধির হার ১৬.৪২ শতাংশ।

১০ ১১

ক্রিসিল রেটিংয়ে ৪ স্টার পেয়েছে কোটাক ট্যাক্স সেভার স্কিম-ও, গত তিন বছরে যার বৃদ্ধির হার ১২.৯৭ শতাংশ।

১১ ১১

বিএনপি পরিবাস লংটার্ম ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত তিন বছরে বৃদ্ধির হার ১১.৯৩ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement