Taka Talk Webinar 2024

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কোন পথে মিলবে সঠিক দিশা? জানতে যোগ দিন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্‌’-এর ওয়েবিনারে

বর্তমান সময়ে দাঁড়িয়েও একাধিক মিউচুয়াল ফান্ড দুর্দান্ত পারফর্মকারী হিসাবে বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড সম্পর্কে মানুষের বিশ্বাসও বেড়েছে। তবে বিনিয়োগের আগে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৬
Share:

প্রতীকী চিত্র

বিনিয়োগ সম্পর্কিত আর্থিক ঝুঁকি থাকলেও মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলি নিয়ে সাধারণ মানুষ এখন বেশ অবগত। যে কোনওরকম বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় রিটার্ন পাওয়ার একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠেছে এই মিউচুয়াল ফান্ড। দেশের একাধিক মিউচুয়াল ফান্ড বর্তমানে খুব ভাল ফলও দিয়েছে।

Advertisement

বর্তমান সময়ে দাঁড়িয়েও একাধিক মিউচুয়াল ফান্ড দুর্দান্ত পারফর্মকারী হিসাবে বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড সম্পর্কে মানুষের বিশ্বাসও বেড়েছে। তবে বিনিয়োগের আগে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত। মিউচুয়াল ফান্ডে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ থাকলে বাজারের মাত্র ১ শতাংশ ওঠা বা নামায় লাভ বা ক্ষতির অঙ্ক কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। তাই প্রথমেই বুঝতে হবে মিউচুয়াল ফান্ডে থাকা অর্থ কখন তুলে নিতে হবে।

তবে শুধু এই ক’টি বিষয়ই নয়। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে মাথায় রাখা প্রয়োজন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কী কী পদ্ধতিতে বিনিয়োগ করবেন? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভের সঙ্গে থাকে ঝুঁকির সম্ভাবনাও। বাজারের পরিস্থিতি বুঝে কোন পথে হাঁটবেন? এই সম্পর্কে বিস্তারিত জানতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় আগামী ২৭ সেপ্টেম্বর একটি ওয়েবিনার আয়োজন করতে চলেছে।

Advertisement

যেখানে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকবেন বন্ধন মিউচুয়াল ফান্ড বিভাগের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু। তাই মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্‌’-এর পাতায়। ওয়েবিনার শুরু হবে দুপুর ১টায়।

আপনারও যদি মিউচুয়াল ফান্ড নিয়ে কোনও প্রশ্ন থাকে, তা হলে সেই প্রশ্ন আগে থেকেই আমাদের পাঠাতে পারেন।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement