Mediclaim

মেডিক্লেম আর স্বাস্থ্যবিমা কি এক?

আমরা ক’জন এই ফারাক জেনে বিমা কিনি? আমরা স্বাস্থ্যবিমা আর মেডিক্লেমের মধ্যে সাধারণত ফারাক করি না। তাই আসুন জেনেনি কোনটা কী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৫
Share:

প্রতীকী চিত্র

না। মেডিক্লেম আর স্বাস্থ্যবিমা এক নয়। কিন্তু আমরা ক’জন এই ফারাক জেনে বিমা কিনি? আমরা স্বাস্থ্যবিমা আর মেডিক্লেমের মধ্যে সাধারণত ফারাক করি না। তাই আসুন জেনেনি কোনটা কী।

Advertisement

Advertisement

মেডিক্লেম

  • এতে আপনি শুধু হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা বাবদ খরচের টাকা পাবেন।দুর্ঘটনার জন্য ভর্তি হলেও পেতে পারেন এবং কিছু নির্দিষ্ট অসুখের চিকিৎসার খরচ পেতে পারেন।
  • সর্বোচ্চ কত টাকা পেতে পারেন তা বিমা কেনার সময়ই নির্ধারিত হয়ে যায়।
  • বিমার নির্ধারিত অঙ্ক কত দিনের জন্য কিনছেন, আপনার বয়স আর কোথায় থাকেন তার উপর প্রিমিয়ামের অঙ্ক নির্ধারিত হয়।
  • ক্লেম হলে তা সরাসরি হাসপাতাল (ক্যাশলেস) বা পরে বিল দিয়ে দাবি করতে পারেন।
  • আয়কর ৮০-ডি ধারায় ছাড় পেতে পারেন।
  • সাধারণত এই বিমার ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা হয়।

স্বাস্থ্যবিমা

  • এই বিমার পরিসর মেডিক্লেমের থেকে বড়, তাই প্রিমিয়ামও তুলনায় বেশি।
  • অনেক বেশি রকমের অসুস্থতা এই বিমার আওতায় আছে।
  • কোনও দাবি না থাকলে রিনিউয়ালের সময় বোনাস পাওয়া যায়।
  • কো-পেমেন্ট- এই বিমায় আপনি যদি চিকিৎসার একটা নির্ধারিত অংশ নিজে দেওয়ার অঙ্গীকার করেন তাহলে প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়।
  • এতে হাসপাতালে থাকাকালীন দৈনন্দিন খরচের জন্য আপনি পূর্ব নির্ধারিত হারে নগদ পাবেন।
  • হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও যে রোগের কারণে হাসপাতাল ভর্তি হয়েছিলেন তার চিকিৎসার খরচও পাওয়ার সুযোগ আছে।
  • স্বাস্থ্যবিমা অনেক বেশি সুবিধার এবং এর কোনও ঊর্ধ্বসীমাও নেই।
  • আয়করে এতেও ৮০-ডি ধারায় ছাড় পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement