টলি-বলি-হলি

নোটবন্দির প্রভাব থেকে এখনও বেরোতে পারেনি টলিউড। তাই ‘ফেস্টিভ সিজন’ এলেও থার্টি ফার্স্ট নাইট নিয়ে নায়ক-নায়িকাদের আগ্রহ কম। শুধু একজনই নেই সেই দলে। তিনি জয়া এহসান। তিনি ৩১ ডিসেম্বর থাকবেন সিডনিতে।

Advertisement
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share:

নাম জয়া এহসান, পাত্র গাছ

Advertisement

নোটবন্দির প্রভাব থেকে এখনও বেরোতে পারেনি টলিউড। তাই ‘ফেস্টিভ সিজন’ এলেও থার্টি ফার্স্ট নাইট নিয়ে নায়ক-নায়িকাদের আগ্রহ কম। শুধু একজনই নেই সেই দলে। তিনি জয়া এহসান। তিনি ৩১ ডিসেম্বর থাকবেন সিডনিতে। কিন্তু এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে তিনি আবার গাছকে বিয়ে করতে চাইছেন।

গাছকে? আজ্ঞে হ্যাঁ। যা খবর, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছবির ডাবিংয়ে তাঁর অভিনয় দেখে অনেকেই চমকে গিয়েছেন। কেউ কেউ তো বলছেন পরের ন্যাশনাল অ্যাওয়ার্ড তাঁর বাঁধা। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড তো তিনি পাবেন না দু’টো কারণে। এক, তিনি ভারতীয় নাগরিক নন। দুই, ছবিটা যদি দুই দেশের মধ্যে জয়েন্ট ভে়ঞ্চার হয় তবেই সেই ছবির নায়ক-নায়িকা অন্য দেশের হলেও জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ‘বিসর্জন’ যেহেতু জয়েন্ট ভেঞ্চার নয়, তাই জয়ার নো চান্স।

Advertisement

কী করবেন? ‘‘কী আর! অন্য কাউকে তো পেলাম না। এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব। তা হলে অন্তত আমি এলিজেবল হব। কী বলেন, আইডিয়াটা কেমন?’’ নিজের মেজাজে মজা করে বলেন জয়া। জয়া গাছকে বিয়ে করে খুশি হতে পারেন, কিন্তু তাঁর এমন সিদ্ধান্ত শুনে যে টলিগঞ্জের অনেক অভিনেতা এবং পরিচালকরাই ভেঙে পড়বেন, তা বলাই বাহুল্য।

গভীর প্রেম!

মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে বান্ধবী প্রিয়ঙ্কা ঝা-য়ের চরিত্রে বক্স অফিসে ছাপ ফেলেছিলেন দিশা পাটানি। কিন্তু রিয়েল লাইফে তিনি নাকি টাইগার শ্রফ-য়ের সঙ্গে ডেটিং করছেন! দিশা বলছেন ‘‘লোকজন (পড়ুন মিডিয়া) এ সব থেকে টাকা রোজগার করে। আমার যেমন একটা পেশাগত জীবন আছে। তেমন মিডিয়ারও আছে। কিন্তু কী করে রোজ নতুন গসিপ নিয়ে ওরা হাজির হয় বলুন তো!

দক্ষিণে রেখার কামব্যাক?

চল্লিশ বছর পর ফিরছেন রুপোলি পর্দায়। তিনি রেখা। ভাবছেন ভুল পড়লেন! একেবারেই না। এভারগ্রিন নায়িকাকে এ বার দেখা যাবে তেলুগু ছবিতে। উনিশশো ছেষট্টি সালে শিশুশিল্পী হিসেবে দক্ষিণী ছবি ‘রঙ্গুলা রতনাম’য়ে অভিনয় করেছিলেন রেখা। উনিশশো সত্তর সালে দক্ষিণী ছবিতে শেষ বারের মতো অভিনয় করেন। তার পরের এতগুলো বছর বলিউডে দাপিয়ে অভিনয় করলেও দক্ষিণী ছবিতে আর তাঁকে দেখা যায়নি। ছবি নিয়ে অবশ্য মুখ খোলেননি রেখা। ছবিতে রেখার মেয়ের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা পূর্ণা। তিনি জানিয়েছেন পর্দায় তাঁর মা হচ্ছেন রেখা।

১ ডিসেম্বর ‘তুমহারি সুলু’

এ বছরের মতো আগামী বছরও প্রায় একই সময় আপনার কাছে আসবেন বিদ্যা বালন। ক্যালেন্ডার বলছে একদিন আগেই তিনি শহরে হাজির হবেন। আসলে ওই দিনই মুক্তি পাচ্ছে বিদ্যা বালনের ‘তুমহারি সুলু’। এই ছবিতে একজন রেডিও জকির চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির শ্যুটিং এখনও শুরু হয়নি। তার আগেই ছবি মুক্তির দিন চূড়ান্ত করে ফেলল টি সিরিজ।

তিন বছর পর আবার শার্লক

তাঁকে টিভির পর্দায় দেখে হার্ট বিট বেড়ে যায় মেয়েদের।

মোবাইলের পাসওয়ার্ড হয়ে যায় তাঁর নাম — শার-‘লক’। তবে অনেক দিন দেখা নেই নতুন ‘শার্লক’‌য়ের। শেষ সিরিজ সেই তিন বছর আগে। এ বছর নিউ ইয়ার্সে একটা স্পেশাল এপিসোডে খিদে মেটেনি বেনেডিক্ট কাম্বারব্যাচ ভক্তদের। সুখবর, পরের সিরিজের দিন জানিয়েছে বিবিসি। ১ জানুয়ারি ২০১৭। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের নানা ছবি সামনে এসেছে। ‘শার্লক’‌য়ের এ খবরে তাঁরা শান্তি পাবেন।

ব্রাত্য করছেন না কৌশিক করছেন

শ্যুটিং শিডিউল সব ঠিক, এমন সময় হঠাৎ অরিন্দম শীলের পরের ছবি ‘দূর্গা সহায়’‌য়ের জন্য ডেট দিয়েও সেই ছবি ছেড়ে দেব-য়ের হোম প্রোডাকশন ‘চ্যাম্প’‌য়ের কাজ শুরু করলেন ব্রাত্য বসু। এই নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়েছে টলি পাড়ার গলিতে। ব্রাত্য অবশ্য বলছেন, নাটক করার জন্য সময় পাচ্ছেন না।

অরিন্দম বসে থাকার লোক নন। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি সই করিয়েছেন কৌশিক সেনকে।

কৌশিক সেনের সঙ্গে তো নানা ব্যাপারে রাজনৈতিক মতবিরোধ থাকে অরিন্দম শীলের, সেটা নিয়ে কোনও ঝামেলা হবে না ‘দূর্গা সহায়’‌য়ের সেটে?

‘‘না না, একেবারেই না। কৌশিকের সঙ্গে তো ‘ব্যোমকেশ...’‌য়েও কাজ করলাম,’’ নিজের মেজাজে বলেন অরিন্দম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement