টলি-বলি-হলি

এই শীতে লস এঞ্জেলসে বাপি লাহিড়ী। মঞ্চের ওপর রীতিমতো খোশমেজাজে! না, অনুষ্ঠান নয়। একটি মিউজিক ভিডিয়োর শ্যুটে। অমিত রায় পরিচালিত ‘রানিং শাদি ডট কম’-এ ‘পেয়ার কা টেস্ট’ গানটির সুরকার তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

‘পেয়ার কা টেস্ট’-এ বাপি লাহিড়ী

Advertisement

এই শীতে লস এঞ্জেলসে বাপি লাহিড়ী। মঞ্চের ওপর রীতিমতো খোশমেজাজে! না, অনুষ্ঠান নয়। একটি মিউজিক ভিডিয়োর শ্যুটে। অমিত রায় পরিচালিত ‘রানিং শাদি ডট কম’-এ ‘পেয়ার কা টেস্ট’ গানটির সুরকার তিনি। গায়কের ভূমিকাতেও বাপি লাহিড়ী। এই গানের শ্যুটে লস এঞ্জেলস যাওয়ার কথা তাপসী পান্নু, অমিত শাদ-দেরও। রেট্রো ও পঞ্জাবি সুর মিলে গানটির কম্পোজিশন নাকি বেশ চমকপ্রদ। দাবি ছবি নির্মাতার। আগামী সপ্তাহে গানটির মিউজিক ভিডিয়ো রিলিজ।

Advertisement

কলকাতায় অভিনীত ছবি অস্কারে

অস্কার মনোনয়নের খবরে কলকাতার জন্যও একটা সুখবর আছে। সেরা ছবি, সেরা সহ-অভিনেতা (দেব পটেল), সেরা সহ-অভিনেত্রী (নিকোল কিডম্যান) সহ বেশ কয়েকটা মনোনয়ন পেয়েছে ‘লায়ন’। আর সে ছবির অনেকটাই শ্যুট হয়েছে কলকাতায়। চমক রয়েছে আরও এক জায়গায়। ছবিতে দেখা যাবে কৌশিক সেন ও তাঁর পুত্র ঋদ্ধি সেনকেও। ট্রেলরে চেনা পার্ক স্ট্রিট দেখে ভাল লেগেছিল কলকাতাবাসীর। অস্কার মনোনয়ন সে ভাল লাগাকে উল্লাসে পরিণত করল।

এ বার লেখক ভাস্বর

পেশার মাঝে নেশার তাগিদ। আর তাই মাঝেমধ্যেই বসে পড়েন খাতা-পেন হাতে। ভাস্বর চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘উনিশ-কুড়ি’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তাঁর ছোট গল্প। এই নিয়ে চারটি গল্প প্রকাশিত হল। লিখছেন আরও একটি গল্প। সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার সঙ্কটকে সম্পর্কের আলোয় ফেলে বুনছে তাঁর কলম।

আনাচে কানাচে

হেভিওয়েট: রোম্যান্স নয়, এ বার তিনি রিং-এ। রাজ চক্রবর্তীর ছবি ‘চ্যাম্প’-এর শ্যুটিংয়ে দেব। ছবি: কৌশিক সরকার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement