টলি-বলি-হলি

আপাতত ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং আর বিগ বস নিয়ে ব্যস্ত বলিউডের এলিজেবল ব্যাচিলর। এই ব্যস্ততা খুব শীঘ্রই মিটে যাবে। কারণ ফেব্রুয়ারি পেরোলেই অস্ট্রিয়া যাচ্ছেন ‘ভাইজান’।

Advertisement
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share:

মার্চে অস্ট্রিয়ায় ‘ভাইজান’

Advertisement

আপাতত ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং আর বিগ বস নিয়ে ব্যস্ত বলিউডের এলিজেবল ব্যাচিলর। এই ব্যস্ততা খুব শীঘ্রই মিটে যাবে। কারণ ফেব্রুয়ারি পেরোলেই অস্ট্রিয়া যাচ্ছেন ‘ভাইজান’। না বেড়াতে নয়। নতুন ছবির শ্যুটিং-এ। সব ঠিক থাকলে পনেরোই মার্চ অস্ট্রিয়ায় ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শ্যুটিং হওয়ার কথা। প্রথম পর্বের শ্যুটিংয়ে সল্লু ভাই-এর সঙ্গে থাকছেন ছবির নায়িকা ক্যাটরিনা কইফও।

Advertisement

অ্যান্টি-সোশ্যাল দিশা

পার্টি বা গসিপ কোনওটাই পছন্দ নয় তাঁর। এমনটাই জানাচ্ছেন দিশা পাটানি। তিনি বলছেন, ‘‘আমি ফিল্ম পার্টি-তে যাই না। মদও খাই না। বলি-গসিপ নিয়েও চর্চা করি না। আমি আসলে অ্যান্টি-সোশ্যাল। শুধু যখন কাজ করি বা কাজ সংক্রান্ত কোনও ট্রেনিং নিই তখনই ভাল লাগে।’’

শ্যুটিং শুরু ‘তুমহারি সুলু’র

‘তুমহারি সুলু’-র শ্যুটিং শুরু করে দিলেন বিদ্যা বালন। ইন্সটাগ্রামে ছবিও পোস্ট করেছেন। এখানে এক রেডিও জকি-র চরিত্রে অভিনয় করছেন। বিদ্যা বলছেন, ‘‘আমার মধ্যে সব সময় একটা দুষ্টুমি লুকিয়ে থাকে। এই চরিত্রে সেটাই সামনে আসবে।’’

অনুষ্কা খুশ হুয়া

স্বচ্ছ অভিযানের ব্র্যান্ড আম্বাসাডর হয়েছেন অনুষ্কা শর্মা। এ খবর তো সকলের জানা। কিন্তু সেই শ্যুটিংয়ে একটি বাচ্চা যে, অনুষ্কার মন জয় করে নিয়েছে, সেটা জানেন কী? স্বচ্ছ ভারত অভিযান বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন অনুষ্কার সঙ্গে দেখা করার জন্য জেদ ধরে ওই বাচ্চাটি। কিন্তু আপত্তি তোলেন নিরাপত্তারক্ষীরা। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের রাজি করিয়ে হাজির হয় অনুষ্কার সামনে। আর অনুষ্কার সঙ্গে তার রীতিমতো বন্ধুত্ব হয়ে গেছে। অনুষ্কার পছন্দের গান গেয়ে শোনায় সে। ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি শুনে দারুণ খুশি বিরাট কোহলির গার্লফ্রেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement