কোথাও বেড়াতে গিয়ে বা শীতের রাতে ছাদের পার্টিতে একটু জোরে গান শুনতে ব্যবহার করতে পারেন পোর্টেব্ল স্পিকার।
এই স্পিকার অনেক রকমের হয়— ব্লুটুথ স্পিকার আর ওয়াইফাই স্পিকার। ওয়াইফাই স্পিকার বাড়ির ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে পারেন। বা নিজের ফোনের নেটওয়র্ক থেকেও কানেক্ট করা যায়। ব্লুটুথ স্পিকারে অবশ্য সেই ঝামেলা নেই। তবে ওয়াইফাই কানেক্টড হলে সাউন্ড অনেক ভাল হয়।
কেনার সময়ে
দেখে নেবেন স্পিকারটা যথেষ্ট হালকা কি না। তা হলে খুব সহজে হ্যান্ডব্যাগেও এই স্পিকার ক্যারি করতে পারবেন।
সাউন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কেনার সময়েই দেখে নিন কেমন সাউন্ড হয়। দোকানের ভিতর না দাঁড়িয়ে বরং দোকানের সামনের রাস্তায় এসে সাউন্ড যাচাই করতে পারেন। আপনার গান শোনায় বাস্ বেশি ভাল লাগে কি না, তা দেখেও বেছে নিতে পারেন স্পিকার।
ব্যাটারি ব্যাকআপ কেমন, সেটাও দেখা দরকার। পোর্টেবল স্পিকারের দরকার বাড়ির বাইরেই বেশি। তাই ঘন ঘন চার্জ দিতে যাতে না হয়, সেটা দেখবেন।
কেনার সময়েই এই স্পিকারের ব্যবহারবিধি বা গান ডাউনলোড করে কী ভাবে শুনবেন, সেগুলো শিখে নিন। পরে বাড়িতে এসে তা হলে এই ম্যানুয়াল বুঝতে কোনও অসুবিধে হবে না।
তবে মনে রাখবেন, পোর্টেবল স্পিকার নিয়ে এমন কোনও জায়গায় গান শুনবেন না, যাতে শান্তিভঙ্গ হয়। সাউন্ড হাই ভলিউম হলেও নিয়ন্ত্রণ আপনার হাতেই।