ঠাকুরের কথা

সম্প্রতি শ্রুতির ‘যুগসূর্য শ্রীরামকৃষ্ণ’র ভাষ্যরচনা করেছেন রত্না মিত্র। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন অনেকেই। সেই সব ঘটনার প্রেক্ষিতে গানগুলি শোনালেন বিশ্বরূপ রুদ্র। গিরিশের ভূমিকায় মুরারী মুখোপাধ্যায়ের অভিনয় অনবদ্য। ঠাকুরের ভূমিকায় অমিত রায় এবং রাসমণির ভূমিকায় রত্না মিত্রর অভিনয় নজর কাড়ে। বিশ্বরূপের ‘জুড়াইতে চাই কোথায় জুড়াই’, ‘মন চল নিজ নিকেতনে’ শ্রুতিসুখকর।

Advertisement
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০০:০৩
Share:

সম্প্রতি শ্রুতির ‘যুগসূর্য শ্রীরামকৃষ্ণ’র ভাষ্যরচনা করেছেন রত্না মিত্র। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন অনেকেই। সেই সব ঘটনার প্রেক্ষিতে গানগুলি শোনালেন বিশ্বরূপ রুদ্র। গিরিশের ভূমিকায় মুরারী মুখোপাধ্যায়ের অভিনয় অনবদ্য। ঠাকুরের ভূমিকায় অমিত রায় এবং রাসমণির ভূমিকায় রত্না মিত্রর অভিনয় নজর কাড়ে।
বিশ্বরূপের ‘জুড়াইতে চাই কোথায় জুড়াই’, ‘মন চল নিজ নিকেতনে’ শ্রুতিসুখকর।

Advertisement

পেরোল কুড়ি বছর

Advertisement

সম্প্রতি বর্ণমালা (দক্ষিণেশ্বর) আয়োজন করেছিল ‘কদম বনে পাগল বৃষ্টি’। সংস্থার শিশুদের সমবেত প্রয়াস অনবদ্য। পাঠে বিশঙ্ক দাশশর্মা, সৌম্যদীপ ভট্টাচার্য। অন্য পর্বে সুমিতা পাল, সুচরিতা গঙ্গোপাধ্যায়, শাশ্বতী বসু, সাগিনা আখতার, স্বপন সাহার একক এবং গার্গী বন্দ্যোপাধ্যায় ও শ্যামলী চক্রবর্তীর দ্বৈত যথাযথ। পরিচালনায় পরিচয় বসু ও রূপা বসু।

ছোটরাই সেরা

সম্প্রতি বাটানগর ‘আবৃত্তি নীড়’ আয়োজিত কথাঞ্জলির অনুষ্ঠানে শোনা গেল শিশুদের এক ঝাঁক কবিতা। সৈমন্তী, স্বস্তিক, স্বাত্ত্বিক, শুভেচ্ছা, সিক্তা, মেহলী শোনাল ‘কর্তা বাবুর’, ‘মেজাজ’, ‘একুশ’, ‘মৃত্যুঞ্জয়’, ‘নিঃস্বার্থ’, ‘খোকার উক্তি’। ছোট্ট সৃজা রায় চৌধুরীর ‘বাঘুর বুদ্ধি’ শ্রুতিমধুর।

একক কবিতা পাঠ করে শোনালেন অনুরূপা ভট্টাচার্য ও আরিফা সুলতানা। পরে আবৃত্তিতে অংশগ্রহণ করল সংস্থার ছাত্রছাত্রীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement