মাঠে বসেই পরীক্ষা। নিজস্ব চিত্র।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে প্রথম বর্ষের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে অনলাইনে। ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই এই পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা দেওয়া হলে অনলাইনেই আপলোড করতে হচ্ছে পরীক্ষার খাতা। যদিও মালদহ জেলার গ্রামীণ এলাকার কলেজগুলিতে ধরা পড়েছে ভিন্ন ছবি। সেখানে কলেজের মাঠে একসঙ্গে কয়েকশো ছাত্রছাত্রীকে পরীক্ষা দিতে দেখা গিয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে অনলাইনে পরীক্ষা দিতে সমস্যা হওয়াতেই ছাত্র-ছাত্রীরা কলেজে এসে মাঠে বসে পরীক্ষা দিয়েছেন বলে জানা গিয়েছে।
গৌড় কলেজ, চাঁচোল কলেজ, মানিকচক কলেজ, কালিয়াচক কলেজ, হরিশ্চন্দ্রপুর কলেজ সহ সব কলেজেই কমবেশি এমনই দৃশ্য দেখা গিয়েছে। কলেজের মাঠে বসে খোলা আকাশের নীচে যৎসামান্য পরিকাঠামোতেই পরীক্ষা দিচ্ছেন কয়েকশো পরীক্ষার্থী। এ নিয়ে প্রশ্ন করা হলে তনুজারা হুলতন নামে এক পরীক্ষার্থী বলেছেন, ‘‘বাড়িতে নেটওয়ার্কের সমস্যা থাকায় কলেজে এসে পরীক্ষা দিচ্ছি৷ শুধু আমি নই, যাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন তাঁদের সকলের বাড়িতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনও না কোনও সমস্যা রয়েছে।অনেকে পরীক্ষা দিয়ে খাতা আপলোড করতে পারছেন না। তাই কলেজে এসেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
পরীক্ষার্থীরা এমন পরীক্ষা ব্যবস্থায় বেশ বিরক্ত৷ তৃণমূল ছাত্র পরিষদের চাঁচোল ব্লকের সহ-সভাপতি বাবু সরকারের মতে, ছাত্রছাত্রীরা অযথা আতঙ্কিত হয়ে এমন করছেন। আলোচনা করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। যদিও প্রশ্ন উঠেছে, এ ভাবে মাঠে বসে একসঙ্গে এত জন কি পরীক্ষা দিতে পারেন? যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এ নিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে চাঁচোল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আরতি সাহা বলেছেন,‘‘এমন ভাবে পরীক্ষা দেওয়ার কথা নয়। কিন্তু ছাত্রছাত্রীরা দূরে থাকে। নিজেদের এলাকায় নেটওয়ার্ক থাকে না। তাই বাধ্য হয়ে তারা এমন করছে।’’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।