আক্রান্তের সঙ্গে কথা সাংসদের

শিলিগুড়ি শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দ্রর সিংহ অহলুওয়ালিয়া। শুক্রবার বিকালে দিল্লিতে থেকে টেলিফোন করে শহরের ৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত অগ্রবাল পরিবারের খোঁজ নেন সাংসদ। তিনি ওই পরিবারের কর্তা পবন অগ্রবালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই পরিবারের নয় জন জ্বরে আক্রান্ত। ইতিমধ্যে পবনবাবু-সহ পাঁচ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। সকালে ওই বাড়িতে যান জেলা বিজেপি নেতারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০০:৪৫
Share:

শিলিগুড়ি শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দ্রর সিংহ অহলুওয়ালিয়া। শুক্রবার বিকালে দিল্লিতে থেকে টেলিফোন করে শহরের ৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত অগ্রবাল পরিবারের খোঁজ নেন সাংসদ। তিনি ওই পরিবারের কর্তা পবন অগ্রবালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই পরিবারের নয় জন জ্বরে আক্রান্ত। ইতিমধ্যে পবনবাবু-সহ পাঁচ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। সকালে ওই বাড়িতে যান জেলা বিজেপি নেতারাও।

Advertisement

শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেন, “পুরসভা একেবারই ভাল কাজ করছে না। পুর কর্মীরা ঠিক কী করছেন, তা আমি দলের স্থানীয় লোকেদের খোঁজ নিতে বলেছি।” তিনি জানান, আগামী ২৭ অক্টোবর শিলিগুড়ি যাচ্ছি। পুরসভা ও স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গেও কথা বলব। শহরের পরিচ্ছন্নতা নিয়ে কোনও আপস করা হবে না। প্রশাসন ও পুরসভা কী কাজ করছে তা মানুষকে জানাতে হবে।

এদিন ওই বাড়িতে যান জেলা স্বাস্থ্য দফতরের কর্তারাও। এদিন অগ্রবাল পরিবারের আরও দুই সদস্য নতুন করে জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যের প্রয়োজনীয় পরামর্শও দেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলটি। পরে দলটি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে গিয়ে মন্ত্রী গৌতম দেব’কে রিপোর্ট দেন।

Advertisement

এদিন ওই পরিবারের যে দু’জন জ্বরে আক্রান্ত হয়েছেন, তাঁরা হলেন পবনবাবুর পুত্রবধূ এবং ভাইপো। পবনবাবু বলেন, “একই বাড়িতে সকলেই অসুস্থ হয়ে পড়ায় দেখাশুনোর অসুবিধা হচ্ছে। পুত্রবধূকে বাপের বাড়িতে পাঠানো হয়েছে। তবে সকলে আমাদের পাশে দাঁড়ানোয়, অনেকটাই সাহস পাচ্ছি। তবে জঞ্জাল সাফ করাটা জরুরি।”

দ্রুত এলাকার সাফাই ও পরিস্কার পরিচ্ছন্নতার দাবি তুলেছেন বিজেপি নেতা ছাড়াও এলাকার বাসিন্দারাও। বিজেপির জেলা সভাপতি রথীন বসু বলেন, “শহরের অবস্থা খুব খারাপ। জঞ্জাল, আবার্জনা ঠিকঠাক সাফাই হচ্ছে না। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। সমস্ত কিছুই দলীয় কেন্দ্রী ও রাজ্য স্তরের নেতাদের জানানো হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement