৫০ কোটি টাকার সারমেয়।
পোষ মানানো সহজ। বিশ্বাস ভাঙে না। আদুরে, মায়াময়। ‘টিজিএম গ্লোবাল পেট কেয়ার সার্ভে ২০২৪’র গণনা অনুযায়ী, দেশে পোষ্যদের সারমেয়র সংখ্যা ৭৪.২১ শতাংশ। তার পরে স্থান বিড়াল, মাছ, টিয়া, খরগোস ইত্যাদির। সারমেয়-প্রেমের চমকপ্রদ নজির গড়লেন বেঙ্গালুরুর বাসিন্দা। ৫০ কোটি টাকা দিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান সারমেয়কে কিনে নিলেন ৫১ বছর বয়সি এস সতীশ।
গত ফেব্রুয়ারিতে সতীশ ‘ক্যাডাবম্ব ওকামি’ নামে একটি বিরল প্রজাতির ‘নেকড়ে-সারমেয়’ কিনতে ৫০ কোটি টাকা খরচ করেন। সতীশ জানান, সারমেয়র প্রতি তাঁর গভীর ভালবাসা রয়েছে। বিরল প্রজাতির কুকুরদের কিনে এনে নিজের দেশে পরিচয় করানোর শখ রয়েছে তাঁর।। ওকামি ছাড়াও, সতীশের কাছে ১৫০টিরও বেশি প্রজাতির সারমেয় রয়েছে। বেঙ্গালুরুতে সাত একরের মস্ত এক খামারবাড়ির বন্দোবস্ত করা হয়েছে সারমেয়দের জন্য। মোট ছ’জন কর্মী রয়েছেন, যাঁরা সারমেয়দের যত্ন-আত্তি করেন।
ওকামি আসলে নেকড়ে এবং ককেশিয়ান শেফার্ডের মিশ্রণ। আমেরিকায় জন্ম হয় এই সারমেয়র। মাত্র আট মাস বয়সি এই প্রাণী রোজ ৩ কিলোগ্রাম ওজনের মাংস খায়।
সতীশ আগে একজন ডগ-ব্রিডার ছিলেন। কিন্তু কয়েক বছর আগে সেই পেশা থেকে অবসর নেন তিনি। এখন তাঁর উপার্জনের মূল উৎস, বিভিন্ন অনুষ্ঠানে উৎসাহী জনতা্র সামনে সারমেয়কে নিয়ে যাওয়া। প্রথম যে দিন ওকামিকে প্রকাশ্যে এনেছিলেন, সমাজমাধ্যমে একটি ভিডিও ৩০ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। ‘‘অনেকেই অবাক হন, এত টাকা কেন খরচ করি আমি। কিন্তু আমি কেবল বিরল প্রজাতির কুকুরদের জন্যই খরচ করি। বিনিময়ে আমি প্রচুর টাকা রোজগার করি। হাজার হাজার মানুষ বিরল কুকুরদের দেখতে চান। ছবি, ভিডিও তোলেন। ওদের ভিড় টানার ক্ষমতা অবিশ্বাস্য।’’