Heatwave Alert in India

তাপপ্রবাহের সংখ্যা দ্বিগুণ হবে দেশের উত্তর-পশ্চিমাংশে! রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি কেন্দ্রের

মৌসম ভবনের তথ্য অনুযায়ী দিল্লিতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্রে ৪০ ডিগ্রি, মধ্যপ্রদেশে ৪০.৯, উত্তরপ্রদেশে ৪১, ছত্তীসগঢ়ে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১১:১৬
Share:
তাপপ্রবাহের সতর্কতা দেশ জুড়ে। ফাইল চিত্র।

তাপপ্রবাহের সতর্কতা দেশ জুড়ে। ফাইল চিত্র।

২০২৪ সালের তুলনায় এ বছরে তাপপ্রবাহের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। যে সব অঞ্চলে গরমের মরসুমে ৫-৬টি তাপপ্রবাহ হয়, এ বার সেই অঞ্চলেই তাপপ্রবাহের সংখ্যা বেড়ে ১০-১২ হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এই পরিস্থিতি সম্পর্কে সমস্ত রাজ্যগুলিকে অবহিত করার পাশাপাশি তাদের প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement

মৌসম ভবনের বিজ্ঞানা সোমা সেন সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘এ বছরে তাপপ্রবাহ স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়তে পারে পশ্চিম এবং মধ্য ভারতে। উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক তাপপ্রবাহ হয় ৫-৬টি। কিন্তু এ বার সেটি দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছি আমরা।’’

তবে বিজ্ঞানী সেন এটাও জানিয়েছেন যে, এটি একটি মরসুমি পূর্বাভাস। দেশের বেশির ভাগ অংশেই মার্চ থেকে মে-র মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। তবে তার মানে এই নয় যে, প্রতি দিনই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেক বেশি হবে। আগামী দু’মাসে তাপমাত্রার পরিস্থিতির কথা মাথায় রেখে এবং মৌসম ভবনের পূর্বাভাসের কথা বিবেচনা করে বৃহস্পতিবার রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।

Advertisement

মার্চেই দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছেছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী দিল্লিতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্রে ছিল ৪০ ডিগ্রি, মধ্যপ্রদেশে ৪০.৯, উত্তরপ্রদেশে ৪১, ছত্তীসগঢ়ে ৪১, তেলঙ্গনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ওড়িশায় আগামী তিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement